বলিভিয়ার জালে ব্রাজিলের গোল উৎসব

বলিভিয়ার জালে ব্রাজিলের গোল উৎসব
বলিভিয়ার জালে ব্রাজিলের গোল উৎসব  © সংগৃহীত

আরেকটি বড় জয়ে শীর্ষে থেকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করা নিশ্চিত করল সেলেসাওরা। বুধবার (৩০ মার্চ) প্রতিপক্ষের মাঠে ৪-০ গোলে জিতেছে তিতের শিষ্যরা। দাপুটে পারফরম্যান্সে দুই অর্ধে দুবার করে লক্ষ্যভেদ করে তারা। কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়র খেলতে না পারলেও অভাব হলো না গোলের।

ব্রাজিলের পক্ষে জোড়া গোল করেন এভারটন ফরোয়ার্ড রিচার্লিসন। এছাড়া, জালের ঠিকানা খুঁজে নেন লুকাস পাকেতা ও ব্রুনো গিমারেস। ম্যাচের ৫৬ শতাংশ সময়ে বল পায়ে রাখা ব্রাজিল গোলমুখে ২০টি শট নিয়ে লক্ষ্যে রাখে নয়টি। অন্যদিকে, বলিভিয়ার ১৬টি শটের ছয়টি ছিল লক্ষ্যে।

আরও পড়ুন: ইকুয়েডরের বিপেক্ষ জিততে পারেনি মেসির আর্জেন্টিনা

নিজেদের মাটিতে তারা বেশ পরীক্ষায় ফেলে ব্রাজিলকে। দ্বিতীয়ার্ধের শুরুতে তারা ফিরতে পারত সমতাতেও। তবে অসাধারণ নৈপুণ্য দেখানো গোলরক্ষক অ্যালিসন বেকারের দৃঢ়তার সামনে পেরে ওঠেনি দলটি। ১৭ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ব্রাজিলের পয়েন্ট ৪৫। তারা আছে কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ের শীর্ষে।

সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অবস্থান দুইয়ে। দিনের অপর ম্যাচে ইকুয়েডরের মাঠে শেষ মুহূর্তে গোল হজম করে ১-১ ব্যবধানে ড্র করেছে তারা। বাছাইয়ে আর একটি ম্যাচ বাকি আছে ব্রাজিল ও আর্জেন্টিনার। তারা মুখোমুখি হবে পরস্পরের। ওই ম্যাচে ব্রাজিল হারলেও পয়েন্ট তালিকায় তাদের অবস্থানের কোনো নড়চড় হবে না।


সর্বশেষ সংবাদ