২৩ মার্চ ২০২২, ১৬:৪১

আফগানিস্তানের মুজিবকে বাংলাদেশি খেলোয়াড় বানিয়ে দিলো আইসিসি!

আফগান ক্রিকেটার মুজিব  © সংগৃহীত

আফগানিস্তানের জনপ্রিয় স্পিনার মুজিব-উর-রহমানকে বাংলাদেশি খেলোয়াড় হিসেবে উপস্থাপন করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। কিছুদিন আগে লিটন কুমার দাসকে শ্রীলঙ্কান ক্রিকেটার ও মেহেদী হাসান মিরাজকে আফগানিস্তানের খেলোয়াড় হিসেবে দেখিয়েছিলো তারা।

সংস্থাটির ওয়েবসাইটে ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিং হালনাগাদ করা হয়। সেখানে দেখা যায়, পাঁচে অবস্থান করছেন আফগান তারকা স্পিনার মুজিব উর রহমানের। তার রেটিং পয়েন্ট ৬৮১। এছাড়া মুজিবের চেয়ে দুই ধাপ নিচে তথা সপ্তম অবস্থানে রয়েছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। তার রেটিং পয়েন্ট ৬৬৪। এ তালিকায় শীর্ষে অবস্থান ট্রেন্ট বোল্টের। খেলোয়াড়দের নামের পাশে তাদের দেশের পতাকা থাকে। সেখানেই ভুল করেছে আইসিসি। মুজিবের নামের পাশে বাংলাদেশের পতাকা। তবে কিছুক্ষণ পরই তারা নিজেদের ভুল শুধরে নিয়েছে।

আইসিসির এমন ভুলে হাস্যরসের সৃষ্টি হয়েছে। অনেকেই স্ক্রীণশট দিয়ে টুইট করেছেন। তবে কিছুক্ষণের মধ্যে ভুল শুধরে নেয় সংস্থাটি।

এর আগে, বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান লিটন দাসকে শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে দেখিয়েছে তারা। আইসিসি লিটনের ছবি দিয়ে লেখে, শ্রীলঙ্কার ব্যাটসম্যান লিটন দাস আফগানিস্তান বনাম বাংলাদেশের মধ্যকার ওডিআই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। এছাড়া তিনি ক্যারিয়ারসেরা ৩২ নম্বর অবস্থানে রয়েছেন।

আরও পড়ুন- টস জিতে ব্যাটিংয়ে সাউথ আফ্রিকা

অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের বিষয়ে তারা বলেছিলো, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাঁচ উইকেট পাওয়ার সুবাদে কিংবদন্তি স্পিনার রশিদ খান ওয়ানডে বোলার র‌্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন। ছয় ধাপ এগিয়ে বর্তমানে তার অবস্থান নবম। যদিও তার টিমমেট মেহেদী হাসান মিরাজের অবনতি হয়েছে। দুই ধাপ পিছিয়ে সপ্তম স্থানে রয়েছেন তিনি। পরে অবশ্য ভুল শুধরে নিয়েছে তারা।