টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ, একাদশে নেই কোনো পরিবর্তন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। প্রথম ম্যাচে জয় পাওয়া একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগার বাহিনী। অপরদিকে দক্ষিণ আফ্রিকা দলে এসেছে তিনটি পরিবর্তন।
সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পেয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে জয়ের খরা দূর করে তামিম বাহিনী। দক্ষিণ আফ্রিকার মাটিতে সব মিলিয়ে ২০তম ম্যাচ খেলতে নেমে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ।
তবে আজকের ম্যাচ ঘিরে রয়েছে কিছুটা শঙ্কাও। ওয়ান্ডারার্সে এর আগে তিনবার খেলতে নামে বাংলাদেশ। তিনবারই হেরেছে তারা। ২০০৩ বিশ্বকাপের সেই ম্যাচে কেনিয়ার কাছে লজ্জার হার হেরেছিলো টাইগাররা। ওই ম্যাচে প্রথমে ব্যাটিং করে কেনিয়া বাংলাদেশকে টার্গেট দিয়েছিল ২১৮ রানের। তবে মাত্র ১৮৫ রানেই সেদিন থামতে হয়েছিল খালেদ মাহমুদের দলকে। ওয়ান্ডারার্সে এরপর আরও দুটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, দুটিতেই হেরেছে। আজ কি পারবে সেই লজ্জা ঢাকতে?
আরও পড়ুন- জাবি সম্পাদকের ভুলভাল বক্তব্যে ক্ষেপেছেন ছাত্রলীগ নেতারা
এদিকে দক্ষিণ আফ্রিকা দলে এসেছে তিনটি পরিবর্তন। জয় পেতে মরিয়া বাভুমা টিম। দলে ফিরেছেন ডি কক, শামসি ও ফেহলুকওয়ায়ো। ডি ককের ব্যাটিং গত ৪০ এর ওপরে। বাংলাদেশের বিপক্ষে তিনি বরাবরই ভালো খেলেন। আজকের ম্যাচে সবার নজর থাকবে লিটন দাস, সাকিব আল হাসান, ডুসেনের দিকে।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), জনেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), পার্নেল, রাসি ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, কাইল, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিদি, শামসি