১৮ মার্চ ২০২২, ২১:৫৫

তাসকিন-শরিফুলে উড়ছে বাংলাদেশ

তাসকিনের দুই উইকেট শিকার   © সংগৃহীত

বাংলাদেশের দেয়া ৩১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে স্বাগতিক সাউথ আফ্রিকা। ৫০ রানের আগেই তারা হারিয়েছে তাদের তিন টপ অর্ডারকে।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দেখেশুনেই করেছিল সাউথ আফ্রিকা। রানরেটের দিকে লক্ষ্য করে দুই ওপেনারের ব্যাটে বেশ ভালোই এগুচ্ছিল স্বাগতিকরা।

কিন্তু ম্যাচের চতুর্থ ওভারের শেষ বলে প্রোটিয়া শিবিরে আঘাত হানেন পেইসার শরিফুল ইসলাম। ডানহাতি এই পেইসারের শর্ট লেন্থের বল ব্যাট ছুঁয়ে যায় মালানের। সেই বল তালুবন্দি করে তাকে মাঠ ছাড়া করেন মুশফিকুর রহিম।

তবে অন্য পাশে কাইল ভেরেইনা ঠিকই অস্বস্তি বাড়াচ্ছিলেন বাংলাদেশের। সেই ভেরেইনাকে ফেরালেন তাসকিন। থামলেন না সেখানেই। এরপর এইডেন মার্করামকে ফিরিয়ে দলকে রীতিমতো চালকের আসনেই এনে দিলেন তিনি।

আরও পড়ুন: প্রোটিয়াদের বিশাল লক্ষ্য ছুড়ে দিলো বাংলাদেশ

মালান ফিরে গেলেও ভেরেইনা শুরু থেকেই ছিলেন সাবলীল। দুই চার আর এক ছক্কায় ২৫ বলে করেছিলেন ২১ রান। তাতে শুরুর স্বস্তিটা উবে যেতে শুরু করেছিল বাংলাদেশ শিবির থেকে।

তবে এরপরই তাসকিন এলেন দৃশ্যপটে। নবম ওভারের প্রথম বলটা করলেন অফস্টাম্পে। আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়ে লাইন মিস করে বসেন ভেরেইনা। এলবিডব্লিউর জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার।

পরের সাফল্যের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হলো মাত্র ২ বল। সে ওভারের চতুর্থ বলটা অফ স্টাম্পের অনেক বাইরে করেছিলেন তাসকিন। সেটাই তাড়া করতে চেয়েছিলেন মার্করাম। যেমনটা চেয়েছিলেন, তা হয়নি আদৌ। বলটা গিয়ে জমা পড়ে পয়েন্টে থাকা মিরাজের হাতে। ৩৬ রানে তিন উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকার সামনে ৩১৫ রানের লক্ষ্য ছুড়ে দেয় বাংলাদেশ।

নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩১৪ রান। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ করে রান আসে লিটন দাস ও ইয়াসির আলি রাব্বির ব্যাট থেকে।

এই রিপোর্ট লিখা পর্যন্ত দক্ষিন আফ্রিকার সংগ্রহ ১৬ ওভারে তিন উইকেট হারিয়ে ৬৩ রান।