১৮ মার্চ ২০২২, ১১:১৪

জয়ের কাছাকাছি গিয়ে হারলো বাংলাদেশের মেয়েরা

জয়ের কাছাকাছি গিয়ে হারলো বাংলাদেশের মেয়েরা
বিশ্বকাপে নারী ক্রিকেট দল  © সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে টানা দুই জয়ের দেখা পেলো না বাংলাদেশের মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র চার রানে হেরে যায় তারা। জয়ের জন্য লক্ষ্যমাত্রা ছিলো ১৪১ রান। তিন বল বাকী থাকতেই ১৩৬ রানে গুটিয়ে যায় জ্যোতি বাহিনী।

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ১৪০ রান সংগ্রহ করে ক্যারিবীয় নারীরা। ব্যাটিংয়ে নেমে ম্যাচের শুরুতে ধীরে সুস্থে খেলছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ১০ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছিল ৩৪ রান। তবে হঠাৎ নাহিদা আক্তারের বোলিং তোপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। সালমা খাতুনও দারুণ বল করেন। দুজনই নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পান জাহানারা আলম, রুমানা আহমেদ ও রিতু মনি। দলের হয়ে একাই লড়ে যান ক্যাম্পবেল। তার হার না মানা ১০৭ বলে ৫৩ রানের ইনিংসটি ওয়েস্ট ইন্ডিজের মান বাঁচায়।

১৪১ রানের জবাবে খেলতে নেমে এক রানেই শামিমা সুলতানার উইকেট হারায় বাংলাদেশ। শূন্য রানে ফিরে যান শামিমা। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হেইলি ম্যাথুস। ১৭ রানে ম্যাথুস শিকার করেন শারমিন আক্তারের উইকেটও।

২ উইকেটে নিগার সুলতানা জ্যোতি বাহিনীর সংগ্রহ ছিল ৬০ রান। স্কোর বোর্ডে আর কোনো রান যোগ না হতেই বিদায় নেন ফারজানা হক। এরপর আফি ফ্লেচারের পরপর দুই বলে বিদায় নেন রুমানা আহমেদ ও রিতু মনি। দুজনের কেউই স্কোর বোর্ডে কোনো রান তুলতে পারেননি। ফলে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগ্রেস বাহিনী।

আরও পড়ুন- ‘শূন্য’ স্থান পূরণ করতে চায় বাংলাদেশ, বিকেলে শুরু প্রথম ওয়ানডে

৫ উইকেট হারিয়ে ফেলার পর বাংলাদেশের বড় ভরসা নিগার সুলতানা জ্যোতি আউট হন ব্যক্তিগত ২৫ রানে। তিনি দলের হয়ে সবচেয়ে বেশি ৭৭টি বল ফেস করেছিলেন। স্কোর বোর্ডে তখন লাল সবুজের প্রতিনিধিদের রান ৬৫। জ্যোতিকে শিকার করেন ম্যাথুস। একই ওভারে ফাহিমাও সরাসরি বোল্ড আউট হন।

৭ উইকেট চলে যাওয়ার পর নাহিদা আক্তারকে নিয়ে ২৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন সালমা খাতুন। তিনি ৪০ বলে ২৩ রান করে আউট হন স্টেফানি টেইলরের বলে। জাহানারা আলম ১০ বলে ৮ রান করে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। শেষ দিকে নাহিদা আক্তার ২৫ রান করেন। শেষ ওভারে বেশ রোমাঞ্চও ছড়ায়। এক ওভারে দরকার ছিল ৮ রান। প্রথম দুই বলে আসে তিন রান। কিন্তু তৃতীয় বলে ফারিহা তৃষা বোল্ড হয়ে গেল হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।