০৭ মার্চ ২০২২, ১০:৩৫

নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে ফারজানার মাইলফলক

ফারজানা হক  © সংগৃহীত

দেশের ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম একদিনের আন্তর্জাতিক নারী ক্রিকেট বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। এরই মধ্যে নিজেদের ২য় ম্যাচেই জাত চেনাতে শুরু করেছে নারী ক্রিকেট দল।

আন্তর্জাতিক নারী ওয়ানডে বিশ্বকাপে অর্ধশতকের দেখা পেয়েছে দলটি। প্রথম বাংলাদেশি হিসেবে এই অর্ধশতকের দেখা পেয়েছেন ফারজানা হক।

ওয়ানডে নারী ক্রিকেট বিশ্বকাপের ২য় ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করলেন ফারজানা। নিজেদের ২য় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬০ বলে এই অর্ধশতক রান করেন তিনি। তবে অল্প সময় ব্যবধানেই মাঠ ছেড়েছেন তিনি। ফ্রান্সেস ম্যাকাইয়ের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে ৫২ রানে সাজঘরে ফেরেন ফারজানা।

আরও পড়ুন: বিকালে আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী

এর আগে, বৃষ্টির কারণে ওভার কমিয়ে আনা হয়। ফারজানা হকের অর্ধশতকে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪০ রানের পুঁজি পেয়েছে নারী ক্রিকেট দল। এর জবাবে ব্যাট করছে নিউজিল্যান্ড। এ পর্যন্ত এক উইকেটে ৭ ওভারে ৩৯ রান করেছে নিউজিল্যান্ড নারী দল। 

শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনার শারমিন সুলতানা ও ফারজানা হকের জুটিতে ৫৯ রান তুলে নেয় বাঘিনীরা।তবে ম্যাক্রের বলে ক্যাচ আউট হয়ে ৩৬ বলে ৩৩ রানে ফেরেন শারমিন। এরপর একপ্রান্ত থেকে নিউজিল্যান্ডের বোলারদের শাসন করতে থাকেন ফারজানা।