ব্যাটিং বিপর্যয়ে টাইগাররা
আফগানিস্তানের সঙ্গে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ১৩ ওভারে চার উইকেট হারিয়ে ৭০ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
আজ শনিবার (৫ মার্চ) বিকাল তিনটা থেকে মিরপুরে এই খেলা শুরু হয়। প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। আজ জিতলেই টি-টোয়েন্টি র্যাংকিংয়ে আটে উঠে আসবে মাহমুদউল্লাহরা। খেলার শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক। এদিকে আজ নিজের শততম টি-টোয়েন্টি খেলতে মাঠে নেমেছেন মুশফিক।
ওপেনিংয়ে আজ ব্যর্থ হয়েছেন বিপিএলের চমক মুনিম শাহরিয়ার। ব্যক্তিগত চার রান ও দলীয় সাত রানে মোহাম্মদ নবীর শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন তিনি। ভালো শুরু করেও ফিরতে হয়েছে লিটন দাসকে। ব্যক্তিগত ১৩ রানে তিনি আজমতউল্লাহর বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন। রান ক্ষরায় ধুকতে থাকা নাইম এদিন ১৩ রান করে রান আউটের ফাঁদে পড়ে মাঠ ছাড়েন। সাকিবকে সুইং বলে পরাস্ত করেন আজমত। সাকিব ৯ রান করেন।
২০১৮ সালে ভারতের দেরাদুনে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তান। দেশের মাঠিতে এবার সেই সিরিজের প্রতিশোধ নেয়ার সুবর্ণ সুযোগ বাংলাদেশর সামনে।
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে ৪৪ বলে ৬০ করেছিলেন লিটন দাস। মুশফিক সুস্থ হয়ে উঠায় সবার ভাবনায় ছিল তবে বাদ পড়বেন কে? সেই প্রশ্নের উত্তর মিলেছে। বাদ পড়েছেন ইয়াসির আলি রাব্বি।
বাংলাদেশ একাদশ
লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুনিম শাহরিয়ার, আফিফ হোসেন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।