লিটনের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:১৬ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৬ PM
লিটন দাসের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পান লিটন। আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। লিটনের সঙ্গী হয়ে ক্রিজে আছেন মুশফিকুর রহিম। তার সংগ্রহ ৮৪ রান। শেষ খবর পাওয়া পর্যন্ত দলীয় সংগ্রহ দুই উইকেটে ২৭২ রান।
সকাল ১১টায় টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার দলপতি তামিম ইকবাল। কিন্তু শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নামের প্রতি এদিনও সুবিচার করতে পারেননি তামিম। প্রথম ম্যাচের মতো এদিনও শুরুতে আউট হয়ে যান তিনি। ৩৮ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। তার সংগ্রহ ছিলো দুই চারে ১২ রান। দলীয় ৮৩ রানের মাথায় ব্যক্তিগত ২০ রান নিয়ে ফেরেন সাকিব আল হাসানও। পরে ওপেনার লিটনের সঙ্গে জুটি গড়েন মুশফিকুর রহিম। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ১৭৪ রানের পাটনারশিপ গড়েছে। উইকেট দুইটি পেয়েছে যথাক্রমে ফারুকী ও রশিদ খান। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা।
আরও পড়ুন- সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ
এদিকে ক্যারিয়ারের শুরুতে মোটেই ধারাবাহিক ছিলেন না লিটন দাস। অনেক সমালোচনার পরও নির্বাচকেরা আস্থা রেখে গেছেন তার প্রতিভার ওপর। তাদের আশা ছিল সে আস্থার প্রতিদান তারা পাবেন ঠিকই। ভুল ছিল না তাদের সে প্রত্যাশা। ক্যারিয়ারের প্রথম ৬ বছরে যেখানে সব ফরম্যাট মিলিয়ে তার ৩টি সেঞ্চুরি। সেখানে গত ৮ মাসে তার ব্যাট থেকে আসল ৪টি শতরান। পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি পূরণে ১০৭ বল খেলেছেন লিটন। তার ইনিংসে ছিল ১৪টি চারের মার। ১২৫ রান নিয়ে ক্রিজে আছেন এখনো তিনি।