০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩১

ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলো ভারত

ভারতের অনূর্ধ্ব-১৯ দল  © সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতলো ভারত। এ নিয়ে পাঁচ বার ট্রফি জিতল ভারতের অনূর্ধ্ব-১৯ দল।

আগের ছক্কায় ম‍্যাচের ফয়সালা এক রকম হয়েই গিয়েছিল। রান চলে এসেছিল সমতায়। জেমস স‍্যালেসের পরের বল লং অন দিয়ে দিনেশ বানা উড়িয়ে মারা মাত্রই সতীর্থরা ছুটতে শুরু করেন ক্রিজের দিকে। বল যতক্ষণে সীমানা পার হলো, ততক্ষণে ভারত দলের অনেকেই ঢুকে গেছেন মাঠের ভেতরে! ইংলিশদের হারিয়ে যুব বিশ্বকাপ শিরোপা জয়ের উৎসবে মাতোয়ারা ভারত।

অলরাউন্ড নৈপুণ‍্যে তাদের জয়ে সবচেয়ে বড় অবদান রাজ বাওয়ার। ৩১ রানে ৫ উইকেট নেওয়ার পর ৩৫ রানের ইনিংসে জেতেন ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

বাওয়া ও রবি কুমারের ছোবলে ৯১ রানে ৭ উইকেট হারিয়ে একশর আশেপাশে গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল ইংল‍্যান্ড। সেখান থেকে দলটি ১৮৯ পর্যন্ত যায় জেমস রুর ৯৫ রানের দায়িত্বশীল ইনিংস ও স‍্যালেসের সঙ্গে তার ৯৩ রানের দারুণ জুটির সুবাদে।

ভারতের শুরুটাও ভাল হয়নি। দ্বিতীয় বলেই ফিরে যান ছন্দে থাকা অঙ্গক্রিশ রঘুবংশী। প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে প্রথম উইকেটে জুটি গড়ছিলেন হর্নুর সিংহ এবং শেখ রশিদ। কিন্তু লেগ সাইডের বল ছাড়তে গিয়ে গ্লাভসে লাগে হর্নুরের। উইকেটকিপার সহজেই ক্যাচ ধরেন। দায়িত্ব এসে পড়েছিল সেই রশিদ এবং যশের কাঁধেই। সেমিফাইনালে চাপের মুখে অসাধারণ জুটি গড়েছিলেন দু’জনে। ফাইনালেও ভালোই এগোচ্ছিলেন। কিন্তু তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়ার আগেই ফিরলেন রশিদ। অর্ধশতরান করেই তুলে মারতে গিয়ে লং অফে ধরা পড়লেন। কয়েক বল পরে আউট ঢুলও। পরপর দু’উইকেট নিয়ে তখন রক্তের স্বাদ পেয়ে গিয়েছে ইংল্যান্ড।

সেই আশায় জল ঢেলে দিলেন নিশান্ত সিন্ধু এবং রাজ। দুইজনে মিলে পঞ্চম উইকেটে যে – রানের জুটি গড়লেন, তাই ভারতকে বিশ্বকাপ জয়ের দিকে এগিয়ে দিল।