২৯ জানুয়ারি ২০২২, ১৫:৫৮

বিশ্বকাপে ফের ভারতের মুখোমুখি বাংলাদেশ

বিশ্বকাপে ফের ভারতের মুখোমুখি বাংলাদেশ  © ফাইল ছবি

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের সুপার লিগের কোয়ার্টার ফাইনালে আগামীকাল রবিবার ভারতের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের নর্থ সাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

আকবর আলীর নেতৃত্বে তরুণ টাইগাররা ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় ফাইনালে ভারতকে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল।

আরও পড়ুন: ক্রিকেট দুনিয়ায় হাফিজকে ‘প্রফেসর’ ডাকা হয় কেন?

তবে রকিবুল হাসানের নেতৃত্বাধীন এবারের বাংলাদেশ দলের পারফরম্যান্স তেমন ভালো নয়। বিশ্বকাপের ঠিক আগে যুব এশিয়া কাপ ক্রিকেটে শারজায় সেমিফাইনালে ভারতের কাছে ১০৩ রানে হেরে বাদ পড়েছিল টাইগার যুবারা।

আরও পড়ুন: টেস্ট স্ট্যাটাস পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

এছাড়া চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে সাত উইকেটে হেরে বাজে সূচনা করে বাংলাদেশ। তবে কানাডাকে আট উইকেটে এবং সংযুক্ত আরব আমিরাতকে নয় উইকেটে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে।

আশাব্যঞ্জক দিক হলো কয়েক মাস আগে কলকাতায় অনুষ্ঠিত তিন দলের যুব ক্রিকেটে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। এছাড়া শনিবার কোয়ার্টার ফাইনালের আগে প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পেয়েছে বাংলাদেশ দল।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বাংলাদেশ ও ভারত ২৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত জিতেছে ১৯টি ম্যাচ, সেখানে বাংলাদেশ জিতেছে মাত্র চারটিতে। একটি ম্যাচ কোনোফল ছাড়াই শেষ হয়েছে।