মেসিকে ছাড়াই দুর্দান্ত জয় আর্জেন্টিনার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০৮:৩৯ AM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২২, ০৮:৩৯ AM
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিলির বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসি না থাকলেও ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে টিম আর্জেন্টিনা।
শুক্রবার বাছাই পর্বের ম্যাচে চিলিকে ১-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।
ম্যাচের শুরুতে কিছুটা চাপে থাকলেও সময়ের সঙ্গে মানিয়ে নেয় আর্জেন্টিনা। সপ্তম মিনিটেই পেয়ে যায় গোলের দেখাও। রদ্রিগো ডি পল বল বাড়িয়ে দেন ডি মারিয়ার দিকে। তার সামনে তখন প্রতিপক্ষে তিন ফুটবলার। তাদের এক রকম ফাঁকি দিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া শটে দৃষ্টিনন্দন এক গোল করে দলকে এগিয়ে দেন তিনি। ম্যাচের ২০তম মিনিটে স্বাগতিক চিলিকে সমতায় ফেরান বেন ব্রেন্টন দিয়াজ।
২৫ মিনিটে ডি মারিয়ার বক্সের বাইরে থেকে নেওয়া আরও একটি শট আটকে দেন গোলরক্ষক ক্লদিও ব্রাভো। ৩৪ মিনিটেও ঠেকিয়ে দিয়েছিলেন রদ্রিগো ডি পলের শট। কিন্তু ফিরতি বল পেয়ে যান মার্টিনেজ। গোল করতে ভুল করেননি তিনি। দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও গোলের দেখা পায়নি চিলি।