কিউই বোলার এজাজের বিরল রেকর্ড

  © সংগৃহীত

মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের সবকয়টি উইকেট নিয়ে রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের স্পিন বোলার এজাজ প্যাটেল। ইতিহাসে এর আগে এমন কীর্তি ছিলো জিম লেকার ও অনিল কুম্বলের। ২২ বছর পর এমন কীর্তি দেখলো ক্রিকেট বিশ্ব।

তবে লেকার বা কুম্বলে কেউই ইনিংসের প্রথম ১০ উইকেট শিকার করতে পারেননি। এজাজের কীর্তি তাই তাদের চেয়েও আগে থাকার যোগ্যতা রাখে। 

ভারত প্রথম দিন শেষ করেছিল ৪ উইকেটে ২২১ রান নিয়ে। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের চারটি উইকেটই শিকার করেছিলেন এজাজ। দ্বিতীয় দিন ভারত দাঁড়াতেই পারেনি তার সামনে। মায়াঙ্ক আগারওয়াল ১৫০ ও অক্ষর পেটেল ৫২ রান করে সাজঘরে ফিরলে খেই হারিয়ে ফেলে ভারত। ১০৯.৫ ওভারে গুটিয়ে যায় ৩২৫ রানে।

ইনিংস শেষে তার বোলিং ফিগার দাঁড়ালো- ৪৭.৫ ওভার, ৩ মেইডেন, ৩৬ রান, ১০ উইকেট।

১৯৫৬ সালে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসের সব ব্যাটসম্যানকে আউট করার প্রথম কীর্তিটি ছিল ইংল্যান্ডের জিম লেকারের। পরের কীর্তিটা আজকের প্রতিপক্ষ ভারতের বোলারেরই। অনিল কুম্বলেও কীর্তিটা গড়েছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।


সর্বশেষ সংবাদ