২৭ নভেম্বর ২০২১, ১২:৪১

দাদা-নাতির স্বপ্ন পূরণ হবে তো?

নাতির ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণে ব্যস্ত দাদা   © টিডিসি ফটো

মো. মুহসীন মন্ডল এক সময়ের ‍পুরান ঢাকার ইসলামপুরের এই কাপড় ব্যবসায়ী ছিলেন। বয়স এখন সত্তরের উর্দ্ধে। তাই কর্মজীবন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। তবে বাসায় বসে নেই মুহসীন মন্ডল, নাতি ফারদিনকে নিয়ে প্রায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে।

শনিবার (২৭ নভেম্বর) ক্যাম্পাসে দেখা মেলে এই জুটির। সত্তরের উর্দ্ধে এই বৃদ্ধ কখনো বোলিং করছেন, কখনো বা ব্যাটিং। আবার কখনো নাতি ফারদিনকে দিয়েও বোলিং-ব্যাটিং করাচ্ছেন। মাঝে মধ্যে অন্য কাউকে ডেকে নিয়ে বোলিং করিয়ে নাতিকে ব্যাট ধরাচ্ছেন। কিপারেরও দায়িত্ব পালন করছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, মুহসীন মন্ডলের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে। বর্তমানে রাজধানী বংশাল এলাকায় বাস করছেন। তার নাতি ফারদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

বয়স সত্তরেরও বেশি হওয়াতে কর্মজীবন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন মুহসীন মন্ডল। তবে এমন অবস্থায়ও বসে নেই তিনি। তিনি এখন নাতি ফারদিন রশিদ নেহালের বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণে ব্যস্ত। ফারদিনের পড়ার সময় বাদে যখনই অবসর সময় পান তখনই দাদা মুহসীন মন্ডল ব্যাট-বল নিয়ে তার নাতির সাথে বেরিয়ে পড়েন খেলার মাঠে।

এ বিষয় কথা হয় মুহসীন মন্ডলের সাথে তিনি বলেন, আমার নাতি একদিন বড় ক্রিকেটার হবে। এজন্য প্রতিদিনই ওর খেলা প্র‍্যাকটিস করানোর জন্য বিভিন্ন মাঠে মাঠে গিয়ে ওকে সহযোগিতা করি। এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমার নাতির জন্য সকলের কাছে দোয়া চাই।

নাতি ফারদিন রশিদ নেহাল বলেন, আমি বড় হয়ে ক্রিকেটার হতে চাই। ফারদিনের প্রিয় খেলোয়াড়ের কথা জিজ্ঞেস করলে সে বলে, আমি বাংলাদেশ জাতীয় দলের মুস্তাফিজকে ফলো করি এবং তার মত হতে চাই।