২য় দিনের শুরুতেই ৩ উইকেট হারালো বাংলাদেশ

মুশফিকু রহিম ও লিটন কুমার দাস
মুশফিকু রহিম ও লিটন কুমার দাস  © সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শুরুতেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল। ৪৯ রানে প্রথম সারির ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে টাইগাররা। তার পর দলের হল ধরেন মুশফিক আর লিটন।

প্রথম দিন ভাল ভাবে শেষ করলেও দ্বিতীয় দিনের শুরুতেই লিটন ব্যক্তিগত ১১৪ রানে আউট হওয়া পর

দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকু রহিম ও লিটন কুমার দাস। ছয়ে ব্যাটিংয়ে নামা লিটন দাসকে সঙ্গে নিয়ে ২০৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মুশফিক। তাদের এই জুটিতেই শুরুর হতাশা কাটিয়ে ভালোভাবে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

আজ দ্বিতীয় দিনে এটাই দেখার ছিল, ইনিংস কত লম্বা করেন লিটন। কিন্তু লিটন পারলেন না। ২২৫ বলে ১১৪ রানে নিয়ে আজ ব্যাট হাতে নামেন লিটন। যোগ করতে পারলেন একরান মাত্র। হাসান আলির বলটি ঠিকমতো ব্যাটের পিঠে লাগাতে পারেননি। বল সোজা প্যাডে লাগলে আউটের আপিল করেন ফিল্ডাররা।

এরপর ব্যাটে আসে টেস্টে অভিষেক হওয়া ইয়াসির আলী ব্যক্তিগত ৪ রানে আউট হয়ে যায়। এরপর আউট হয়েছে মুশফিকুর রহিম। তার ব্যক্তিগত রান ছিল ৯১।

ফিল্ড আম্পায়ার আউট না দিলেও রিভিও সফল হন বাবর আজম।

২২৩ বলে ১১৪ রানে শেষ হয় লিটন দাসের ইনিংস। বাংলাদেশের রেকর্ড গড়া ৫ম উইকেটের জুটি ভাঙে ২০৬ রানে।

এদিকে সেঞ্চুরির অপেক্ষায় দেখেশুনে ব্যাট করছিল মুশফিক। ২২৫ বলে ৯১ রানে ফাইম আশরাফের বলে বল্ট হয়ে মাঠ ছেড়েছেন। এখন ব্যাট করছে মেহেদি ও তাজুল ইসলাম।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৩ রান।


সর্বশেষ সংবাদ