পাকিস্তানের জার্সি পরায় নর্দমায় নামিয়ে শাস্তি (ভিডিও)

পাকিস্তানের জার্সি পরায় নর্দমায় নামিয়ে শাস্তি
পাকিস্তানের জার্সি পরায় নর্দমায় নামিয়ে শাস্তি  © সংগৃহীত

মিরপুরের প্রতিরোধ অবিচল থাকল চট্টগ্রামের সাগরিকায়। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে স্টেডিয়ামের বাইরে সজাগ তারুণ্য। মাঠে কোনো বাংলাদেশি নাগরিক যাতে পাকিস্তানের জার্সি ও পতাকা নিয়ে ঢুকতে না পারে, সেজন্য স্টেডিয়ামের বাইরে সজাগ বিভিন্ন সংগঠন।

দেশের মাটিতে জন্মে যারা পাকিস্তানিদের সমর্থন করে তাদের স্টেডিয়ামে কোনোভাবেই প্রবেশ করতে দেবে না, এমনটাই প্রত্যয় নিয়ে মাঠের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকা বিভিন্ন সংগঠনের কর্মীদের।

এমন সময় পাকিস্তানের জার্সি পরে মাঠে প্রবেশের চেষ্টা করেন একজন। তাকে গণপিটুনি দেওয়া হয়। দৌড়ে পালাতে গিয়ে পড়ে যান পাশের নর্দমায়। কান ধরে মাফ চাওয়ার পর তাকে ছাড়া হয়। পরে সংগঠনের কর্মীরাই তাকে পাড়ে ওঠাতে সাহায্য করেন।

পড়ুন: প্রথম দিনটা বাংলাদেশের

পুরো সিরিজে এমন সমর্থকদের কঠোর হাতে রুখা হবে বলে জানান সংগঠনের কর্মীরা। সংগঠনের এক নেতা বলেন, পাকিস্তানের পতাকা ও জার্সি পরে আমাদেরই ম্যাচ দেখতে আসা মানে এটা আমাদের জন্য লজ্জার। পাকিস্তানও অনুশীলনে পতাকা উড়িয়ে আমাদের দেশের আইন লঙ্ঘন করেছে। আমরা এমন কাজ আর হতে দেব না।

একাত্তর টিভির সৌজন্যে ভিডিওটি দেখুন-


সর্বশেষ সংবাদ