বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেও ট্রফি পেলেন না বাবররা, কিন্তু কেন

সিরিজ জয় শেষে ট্রফি ছাড়াই উল্লাস বাবরদের
সিরিজ জয় শেষে ট্রফি ছাড়াই উল্লাস বাবরদের  © সংগৃহীত

বাংলাদেশকে ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজে হারিয়েছে পাকিস্তান। তারপরও ট্রফি পেলেন না বাবর আজমরা। এই ঘটনায় প্রথমে খানিকটা অবাক হয়ে যায় পাক দল। তবে পরে তাদের জানানো হল আসল কারণ। 

গত সোমবার (২২ নভেম্বর) বাংলাদেশকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে পাকিস্তান। খেলা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, বোর্ড সভাপতি উপস্থিত না থাকায় সমস্যাটি হয়েছে।

বোর্ডের এক মুখপাত্র জানান, জয়ী দলকে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল বোর্ড সভাপতি ও অন্যান্যদের। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিনিয়োগকারীদের। কিন্তু বোর্ড সভাপতিসহ অন্যান্যরা এবং বিনিয়োগকারী সংস্থার মালিকরা জৈব সুরক্ষা বলয়ে ছিলেন না। তাই তাদের ক্রিকেটারদের কাছে যেতে দেওয়া হয়নি।

তবে পাকিস্তান দলকে ট্রফি দেওয়া হবে বলেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানানো হয়েছে, দু’দলের মধ্যে টেস্ট সিরিজ শেষ হয়ে যাওয়ার পরে বাবরদের হাতে তুলে দেওয়া হবে টি-২০ সিরিজ জয়ের ট্রফি।


সর্বশেষ সংবাদ