পাকিস্তান সমর্থকের জার্সি খুলে নিলেন বাংলাদেশিরা (ভিডিও)

গ্যালারিতে পাকিস্তানের জার্সি পরে খেলা দেখছিলেন এক বাংলাদেশি নাগরিক
গ্যালারিতে পাকিস্তানের জার্সি পরে খেলা দেখছিলেন এক বাংলাদেশি নাগরিক  © সংগৃহীত

আগে থেকেই ঘোষণা ছিল গ্যালারিতে পাকিস্তানি জার্সি-পতাকা নিয়ে আসা বাংলাদেশি দর্শকদের প্রতিরোধের। তাই শুধু প্রতিরোধ নয়, রীতিমতো গণপিটুনি দিতেও উদ্যত হন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তানের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে এই কাণ্ড ঘটিয়েছেন কজন বাংলাদেশি নাগরিক।

এর আগে রবিবার খেলা চলাকালীন সময়ে গ্যালারিতে পাকিস্তানি জার্সি-পতাকা নিয়ে আসা বাংলাদেশি দর্শকদের প্রতিরোধের ঘোষণা দিয়েছিল ‘পাকিস্তানী দালাল রুখবে তারুণ্য’ নামের একটি সংগঠন। 

জানা যায়, সোমবার শেষ টি-টোয়েন্টি চলাকালীন সময়ে গ্যালারিতে পাকিস্তানের জার্সি পরে খেলা দেখছিলেন এক বাংলাদেশি নাগরিক। ব্যাপারটি চোখে পড়তেই তাকে জার্সি খুলে পায়ের নিচে রাখতে বলেন বাংলাদেশি সমর্থকেরা। প্রথমে তিনি জার্সি খুলতে অপারগতা জানালে তাঁর গায়ে হাত তুলতে যান দেশের পতাকার রঙে সেজে আসা এক ব্যক্তি।

এ সময় পাকিস্তান-ভক্তকে তিনি বলেন, ৩০ লাখ শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আর তুই এখানে পাকিস্তানকে সমর্থন দিতে এসেছিস। তোর লজ্জা লাগে না?’ পাশে থাকা অন্য বাংলাদেশি ভক্তেরাও তাঁকে চাপ দিলে একপর্যায়ে পাকিস্তানের জার্সি খুলে ফেলতে বাধ্য হন তিনি। ঘটনাটির ভিডিও মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়ে যায়। 

পাকিস্তানের এবারের সফরের শুরু থেকেই বাংলাদেশিদের ব্যর্থতায় খোদ এ দেশেরই দর্শকদের মাঠে উচ্ছ্বাস করতে দেখে বোঝার উপায় নেই খেলাটা এ দেশে হচ্ছে নাকি অন্য কোনো দেশে। 

যদিও এসব ছবিতে বাংলাদেশিদের সঙ্গে অনেক কাশ্মীরিকেও দেখা গেছে। বাংলাদেশের বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে পড়ছে কয়েক হাজার কাশ্মীরি। মূলত তারাই পাকিস্তানকে সমর্থন দিতে মাঠে এসেছিলেন। কেউ সঙ্গে করে নিয়ে এসেছিলেন বাংলাদেশি সহপাঠীদের। 


সর্বশেষ সংবাদ