পাকিস্তানি জার্সি-পতাকা নিয়ে আসা বাংলাদেশি দর্শকদের প্রতিরোধের ঘোষণা
মিরপুরে টি-টোয়েন্টি খেলা চলাকালীন সময়ে গ্যালারিতে পাকিস্তানি দর্শকদের পাশাপাশি বাংলাদেশি দর্শকদের হাতেও পাকিস্তানের পতাকা এবং গায়ে জার্সি দেখা গেছে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর মিরপুরের শের-ই বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেও গ্যালারিতে একই দৃশ্য। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানানো পাশাপাশি বিভিন্ন জায়গাতে প্রতিবাদও হয়েছে।
এবার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খেলা চলাকালীন সময়ে গ্যালারিতে পাকিস্তানি জার্সি-পতাকা নিয়ে আসা বাংলাদেশি দর্শকদের প্রতিরোধের ঘোষণা দিয়েছে ‘পাকিস্তানী দালাল রুখবে তারুণ্য’ নামের একটি সংগঠন। আগামীকাল সোমবার (২২ নভেম্বর) খেলা চলাকালীন সময়ে (সকাল ১০টা-বেলা ৪টা) মিরপুরে তারা অবস্থান নেবেন বলে জানিয়েছেন সংগঠনের আহবায়ক হামজা রহমান অন্তর।
আজ রবিবার (২১ নভেম্বর) রাতে হামজা রহমান অন্তর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও গ্যালারিতে একই দৃশ্য দেখা গেছে। তাই তৃতীয় ম্যাচের শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত যেসব বাংলাদেশিদের হাতেও পাকিস্তানের পতাকা এবং গায়ে জার্সি দেখা যাবে তাদের প্রতিরোধ করা হবে।
তিনি আরও জানান, ৩০ লাখ শহীদ আর ২ লাখ মা-বোনের আর্তনাদের বিনিময়ে পাওয়া স্বাধীনতা। সেই স্বাধীনতার শত্রু যারা আজো রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চায়নি, ক্ষতিপূরণ দেয়নি। যারা আজো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে-তাদের হয়ে এ দেশীয় দালাল গোষ্ঠীকে ৭১-এর মতোই প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ আমরা।
চলমান বাংলাদেশ-পাকিস্তানের খেলায় বাংলাদেশি দর্শকদের হাতে পাকিস্তানের পতাকা এবং গায়ে জার্সি দেখার পর কয়েকজন তরুণ মিলে ‘পাকিস্তানী দালাল রুখবে তারুণ্য’ নামের সংগঠনটির আত্মপ্রকাশ করা হয়েছে বলেও তিনি জানান।