মনে হচ্ছে পাকিস্তানেই খেলছি: ফখর জামান
বাংলাদেশে পাকিস্তানের এতো সমর্থক দেখে মুগ্ধ পাকিস্তানের ব্যাটসম্যান ফখর জামান। তিনি জানিয়েছেন, মনে হচ্ছে পাকিস্তানেই খেলা হচ্ছে। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষেও মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের অনেক সমর্থন দেখা যায়।
শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের পর ফখর জানান এর আগে বাংলাদেশে এত সমর্থন তারা কখনই পাননি। এত সমর্থনের কারণ বুঝতেই পারছি না, বিশ্বাসই হচ্ছে না।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে পাকিস্তান। এ জয়ের মধ্য দিয়ে একম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাবর আজমরা। গ্যালারিতে সমর্থন পেয়ে ম্যাচসেরা ফখর জামান বলেন, মনে হচ্ছে পাকিস্তানেই খেলছি।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১০৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে দুই উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখে সহজ জয় পায় সফরকারীরা।
ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে মুস্তাফিজুর রহমানের কাছে ধরা দেন বাবর আজম। মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে রানের গতি বাড়াতে থাকেন তিন নম্বরে ব্যাট করতে নামা ফখর জামান।
দলীয় ৯৭ রানে রিজওয়ান ফিরলেও জয়ের জন্য তা বাধা হয়নি। হায়দার আলিকে নিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। ৫১ বলে ফখর জামান ৫৭ অপরাজিত থেকে ম্যাচ সেরা হন।
গ্যালারিতে পাকিস্তানের সমর্থন দেখে মুগ্ধ হয়েছেন বাঁ-হাতি ব্যাটার ফখর। তিনি বলেন, ‘আমার একটুও বিশ্বাস হচ্ছে না। ২০১৮ সালেও এসেছিলাম। তখন এত মানুষকে পাকিস্তান সমর্থন করতে দেখিনি। আমরা নিজেরাও বিষয়টি নিয়ে কথা বলেছি। যারা আসছেন, সমর্থন করছেন তাদের ধন্যবাদ। মনে হচ্ছে পাকিস্তানে খেলছি। আমরা যখন উইকেট নিচ্ছি ভালো শট খেলছি তখন আমাদের সমর্থন করছেন।’
বাংলাদেশের বোলারদের সুনামও করেছেন ৩১ বছর বয়সী এই তারকা।
তিনি আরও বলেন, ‘বোলিং অ্যাটাক খুবই ভালো। নিজেদের কন্ডিশনে তারা শক্তিশালী। পেস-স্পিন দুই বিভাগেই তারা ভালো। আমাদের ভালো ক্রিকেট উপহার দিতে হবে। সেটাই আমরা করছি। আমরা দ্বিতীয় ম্যাচও জিতে নিয়েছি। তৃতীয় ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’
আগামীকাল সোমবার মিরপুরেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। বাংলাদেশ সময় দুপুর দুইটায় খেলাটি অনুষ্ঠিত হবে।