জয়ের পথে পাকিস্তান

জয়ের পথে পাকিস্তান
জয়ের পথে পাকিস্তান  © ফাইল ছবি

বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটক করে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ১০৮ রান তুলেছে স্বাগতিক দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান আসে শান্তর ব্যাট থেকে। ২০ রান করেন আফিফ হোসেন।

বাংলাদেশের দেয়া ১০৯ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান। পাওয়ার প্লে শেষে তারা সংগ্রহ করেছে ২৭ রান। ১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল এক উইকেটে ৫০। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে দলটির মোট রান সংখ্যা ১৫ ওভারে ৯৫।

শুরুতেই মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের জুটিতে হতাশ হতাশ টাইগাররা। ১০৯ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে দলীয় ১২ রানে ওপেনার বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশ সফরে এসে টাইগার বোলারদের কাছে পরাস্ত হন পাকিস্তানের অধিনায়ক বাবর। আগের ম্যাচে ৭ রানে আউট হওয়া এই তারকা ওপেনারকে এদিন ১ রানে বোল্ড করেন মোস্তাফিজুর রহমান।

এরপর ফখর জামানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় উইকেটে ইতোমধ্যে ৮৯ রানের জুটি গড়েছেন তারা। জয়ের জন্য ৩১ বলে পাকিস্তানকে আরও ১৫ রান করতে হবে।


সর্বশেষ সংবাদ