এশিয়ান আর্চারিতে প্রথম পদক জিতল বাংলাদেশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ০৩:৩৭ PM , আপডেট: ১৭ নভেম্বর ২০২১, ০৩:৩৭ PM
২২তম এশিয়ান আর্চারিতে ভিয়েতনামকে হারিয়ে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায়। এশিয়ান আর্চারিতে মেয়েদের দলগত রিকার্ভে এটিই বাংলাদেশের প্রথম পদক।
বুধবার (নভেম্বর) আর্মি স্টেডিয়ামে ব্রোঞ্জের লড়াইয়ে নেমে ভিয়েতনামকে ৫-৩ ব্যবধানে হারান দিয়া, নাসরিন ও বিউটি। এর আগে সেমিফাইনালে তারা হেরেছিলেন শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকীর রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে ওঠার মধ্য দিয়ে একটি পদক আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। এর পাশাপাশি মেয়েদের দলগত রিকার্ভ দিয়ে দুটি পদক জিতে নিল বাংলাদেশ। পরে রিকার্ভ পুরুষ দলগত বিভাগেও এসেছে একই পদক।
রিকার্ভ পুরুষ দলগত বিভাগে কাজাখাস্থানকে হারিয়ে ব্রোঞ্জ জিতে বাংলাদেশ। ৬-২ সেট পয়েন্টে জিতেছে রোমান সানা ও রামকৃষ্ণ সাহা ও রুবেলকে নিয়ে গড়া দল। ১৯ নভেম্বর রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে দক্ষিণ কোরিয়া জুটির মুখোমুখি হবে দিয়া ও রুবেল।