সবার আগে বিশ্বকাপে ব্রাজিল
লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে ২০২২ কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ঘরের মাঠ সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় ১-০ গোলে হারিয়েছে কলম্বিয়াকে।
প্রথমার্ধে গোলের দেখা পায়নি ব্রাজিল। একের পর এক আক্রমণ করলেও কোনো সুযোগ পাচ্ছিল না তারা। অবশেষে কোচ তিতের শিষ্যরা গোলের দেখা পায় দ্বিতীয়ার্ধে।
৭২তম মিনিটে ডি-বক্সের ভেতর নেইমারের বাড়ানো বলে জাল খুঁজে নেন লুকাস পাকেতা। কলম্বিয়ার দুই খেলোয়াড়ের মাঝখানে বল পেয়ে ডান পায়ে শট নেন অলিম্পিক লিওঁ মিডফিল্ডার। ঝাঁপিয়ে পড়ে বলে হাত লাগিয়েছিলেন গোলরক্ষক অসপিনা। কিন্তু রক্ষা করতে পারেননি জাল।
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে গত মাসে এই কলম্বিয়ার বিপক্ষে ড্র করেছিল ব্রাজিল। টানা ৯ জয়ের পর তিতের দলকে থামিয়েছিল রেইনালদো রুয়েদার শিষ্যরা। এবার তাদের বিপক্ষে জয়েই লাতিন অঞ্চল থেকে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকেট কাটল সেলেসাওরা।
১২ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ব্রাজিল। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পাঁচে কলম্বিয়া।