১০ নভেম্বর ২০২১, ২৩:৪১

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

  © সংগৃহীত

ড্যারেল মিচেল-জেমস নিশামের অসাধারণ ব্যাটিংয়ে ইংল্যান্ডকে কাঁদিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিল নিউজিল্যান্ড। সেমিফাইনালে ৫ উইকেটের জয় পান কেন উইলিয়ামসনরা।

আজ বুধবার (১০ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামে দুই দল। বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি মাঠে গড়ায়। যেখানে প্রথমে মঈন আলীর অপরাজিত হাফ সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান করে ইংল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। তবে শুরুটা ভালো হয়নি তাদের, দলীয় ১৩ রানেই তারকা ওপেনার মার্টিন গাপটিল ও কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন ফিরে যান। তাদের দুজনকেই বিদায় করেন ক্রিস ওকস।

তবে তৃতীয় উইকেট জুটিতে দলকে পথ দেখান ড্যারেল মিচেল ও ডেভন কনওয়ে। তারা দুজনে মিলে ৬৭ বলে ৮২ রান তোলেন। পরে এই জুটি ভাঙেন লিভংস্টোন। ৩৮ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৪৬ করা কনওয়ে স্টাম্পিংয়ের শিকার হন। লিভিংস্টোনের দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন গ্লেন ফিলিপস।