পাকিস্তানের প্রতি জয়ে স্কলারশিপ পাবে ৫০ শিক্ষার্থী
এবারের টি-২০ বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে পাকিস্তান দলের প্রতি জয়ে স্কলারশিপ পাবে ৫০ শিক্ষার্থী। আর স্কলারশিপ দেবে অনলাইনভিত্তিক শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান ‘নুন অ্যাকডেমি’ (Noon Academy)। আজ রবিবার (৩১ অক্টোবর) পাকিস্তানের অধিনায়ক বাবর আজম তার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এমনটিই জানিয়েছেন।
এর আগে গত ২৪ অক্টোবর বাবর আজম এক টুইট বার্তায় জানান, তিনি তার বিজয়কে ‘নুন অ্যাকাডেমির’ মাধ্যমে ২৫০ শিক্ষার্থীকে সহযোগিতার মাধ্যমে উদযাপন করতে চান।
এবারের টি-২০ বিশ্বকাপে পাকিস্তান প্রথম ম্যাচে ভারতকে ১০ ইউকেটে হারায়। ওই ম্যাচে ৫২ বলে ৬৮ রানে অপরাজিত থেকে নিজ দলকে জয় উপহার দিতে সক্ষম হন বাবর। সতীর্থ মোহাম্মদ রিজওয়ানের সাথে গড়েন ১৫২ রানের বিশাল স্কোর।
এছাড়া বিশ্বকাপে নিজেদের ২য় ও তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড ও আফগানিস্তানকেও হারায় বাবর আজমরা। ২৭ বছর বয়সী পাকিস্তানি এই ওপেনার ক্যাপটেন দেশের হয়ে ৩৫টি টেস্ট ও ৮৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।