খেলার বিরতিতে মাঠেই মাগরিবের নামাজ আদায় করলেন রিজওয়ান (ভিডিও)
অবশেষে ১৪ বছর পর ফুরাল অপেক্ষা পাকিস্তানের। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানোর স্বাদ পেল দলটি। ভারতের বিপক্ষে ১০ উইকেটের বড় জয়ের পাশাপাশি ইতিহাস গড়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম।
ভিরাট কোহলিদের দেয়া ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৩ বল অক্ষত রেখে জয় পায় পাকিস্তান। এ সময় দুই ওপেনারের মধ্যে বাবর আজম ৫২ বলে ৬৮ ও মোহম্মদ রিজওয়ান ৫৫ বলে ৭৯ রানে অপরাজিত থাকেন।
এদিকে, পাকিস্তানের ব্যাটিং চলাকালীনই দেখা যায় অভিনব এক দৃশ্য। ইনিংসের ১০ ওভার খেলা হওয়ার পর পানি পানের যে বিরতি দেয়া হয়, তখনই দেখা যায় উইকেটের পাশে মাগরিবের নামাজ আদায় করতে দাঁড়িয়ে গেলেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান।
দলের বাকি খেলোয়াড়রা যখন বিরতিতে পানি পানে ব্যস্ত, তখন উইকেটের পাশে একমনে দাঁড়িয়ে নামাজ আদায় করে নিলেন রিজওয়ান।
তার নামাজ আদায়ের এই দৃশ্যটির একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করেন সাবেক পাকিস্তানি স্পিডস্টার শোয়েব আখতার। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও ক্লিপ। অধিকাংশই প্রশংসায় ভাসান রিজওয়ানকে যে, কঠিন মুহূর্তেও আল্লাহকে ভুলে যাননি তিনি।