ইতিহাস গড়ে ভারতকে হারাল পাকিস্তান

বাবর আজম ব্যাটিং করছেন
বাবর আজম ব্যাটিং করছেন  © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতকে হারাল পাকিস্তান। দুবাইয়ে ইতিহাস গড়ে জয় ছিনিয়ে নিয়েছে বাবর আজমের দল। ১০ উইকেটের বিশাল পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছেড়েছে বিরাট কোহলির দল।

রোববার (২৪ অক্টোবর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। শুরুতেই ভারতীয় শিবিরে আঘাত হানে আফ্রিদি। এরপর ভারতীয় ব্যাটসম্যানদের এক প্রকার চেপে ধরে পাকিস্তানের বোলাররা। পরে বিরাট কোহলি আর রিশাব পান্টের বদৌলতে পাকিস্তানকে ১৫২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভারত।

জবাব দিতে নেমে শুরু থেকেই ঠান্ডা মাথায় ভারতীয় বোলারদের মোকাবেলা করতে থাকেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ১৩ বল বাকি থাকতেই ১৫২ রানের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

মোহাম্মদ রিজওয়ান ৭৯ এবং বাবর আজম ৬৮ রানে অপরাজিত ছিলেন৷ এর ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে প্রথমবারের মতো হারাল পাকিস্তান।