২৪ অক্টোবর ২০২১, ০৯:৪৮

টি-২০ বিশ্বকাপে এশিয়ার চার দেশের লড়াই আজ

টি-২০ বিশ্বকাপে এশিয়ার চার দেশের লড়াই আজ  © সংগৃহীত

চলতি টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে আজ মাঠে নামছে এশিয়ার চারটি দল। প্রথম ম্যাচে টাইগাররা খেলতে নামবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। পরের ম্যাচে চিরপ্রতিদ্ধী ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচটি আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় শারজা ক্রিকেট স্টেডিয়াম (শারজা) অনুষ্ঠিত হবে। ভারত বনাম পাকিস্তান ম্যাচটি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম (দুবাই) রাত ৮টায় অনুষ্ঠিত হবে।

এখন অবধি লঙ্কানদের বিপক্ষে মোট ১১ ম্যাচ খেলেছে বাংলাদেশ। সেখানে ৭ হারের বিপরীতে টাইগাররা জয় পেয়েছে কেবল ৪ ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছিল একবারই। ওই ম্যাচে হেরে যায় বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদউল্লাহ রিয়াদ। ১০ ম্যাচে ৩৭.২৮ গড় ও ১৪৬.৬২ স্ট্রাইক রেটে ২৬১ রান করেছেন তিনি। নয় ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ২৩৯ রান করেছেন মুশফিকুর রহিম। তৃতীয় সর্বোচ্চ ১৬১ রান করা তামিম ইকবাল অবশ্য নেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

অপর দিকে অতীত সমীকরণে পাকিস্তানের চেয়ে একধাপ এগিয়ে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের অতীতের ছয় আসরে দুই দল ৫ ম্যাচে অংশ নেয়। সেই পাঁচবারের সাক্ষাতে চার ম্যাচে জয় পায় ভারত। একটি ম্যাচ টাই হয়।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এশিয়ার এই ক্রিকেট পরাশক্তি দুই দল ৭ ম্যাচে মুখোমুখি হয়। সাতবারের সাক্ষাতে ছয় ম্যাচেই জয় পায় ভারত। মাত্র এক ম্যাচে জয় পায় পাকিস্তান।

শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, টিম হিসেবেও পাকিস্তানের চেয়ে শক্তিশালী ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি বিশ্বের যে কোনো দলকে হারাতে সক্ষম।

মোবাইলে ও অনলাইনে যেখানে দেখবেন লাইভ স্ট্রিমিং: Disney+Hotstar-এ দেখা যাবে অনলাইন স্ট্রিমিং।