টাইগারদের বিশ্বাকাপে টিকে থাকার লড়াই আজ

টাইগারদের বিশ্বাকাপে টিকে থাকার লড়াই আজ
টাইগারদের বিশ্বাকাপে টিকে থাকার লড়াই আজ  © ফাইল ফটো

স্কটল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে বাংলাদেশের। সুপার টুয়েলভে ওঠা নিয়ে শঙ্কায় পড়েছিল টাইগাররা। শেষ পর্যন্ত ওমানকে হারিয়ে হাল ধরে রেখেছে। আজ বিকাল ৪টায় আল আমিরাতে পাপুয়া নিউ গিনির মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে প্রথমবারের মত পাপুয়অ নিউ গিনির আগমন। কিন্তু ক্রিকেটে প্রথম নয়, ১৯৮২ সালে ওয়ানডে খেলেছিল দলটি। ওই বারই প্রথম। এবং ওই ম্যাচে ৩ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে স্কটল্যান্ড, দুই হার নিয়ে সবার নিচে অবস্থান পাপুয়া নিউগিনির। একটি করে ম্যাচ জিতেছে ওমান ও বাংলাদেশ। নেট রান রেটে এগিয়ে থাকায় দুই নম্বরে ওমান আর তিনে আছে বাংলাদেশ।

শেষ দিনের খেলার ফলাফলের ওপর নির্ভর করছে সুপার টুয়েলভে যাবে কোন দুইটি দল। যদি শেষ ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতে পারে তারা তবে সেক্ষেত্রে তাদের অপেক্ষা করতে হবে ওমানের বড় পরাজয়ের জন্য। সমীকরণের দ্বিতীয় শর্তটি পাপুয়া নিউগিনির কাছে ভাগ্যের মতো ব্যাপার। নিজেদের নিয়ন্ত্রণে নেই।

তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তাদের সুযোগ আছে ভালো খেলে বাংলাদেশকে হারানোর। আর সেটাই করতে বদ্ধপরিকর পাপুয়া নিউগিনির তারকা ব্যাটার চার্লস আমিনি। স্কটল্যান্ড যেমন বাংলাদেশকে হারিয়েছে আলোচনার জন্ম দিয়েছে ঠিক তেমনি টাইগারদের কাঁদাতে চান আমিনি।

প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপে টানা দ্বিতীয় জয়ে স্কটল্যান্ডের পয়েন্ট ৪ আর নেট রান রেট +০.৫৭৫। তারা এখন শীর্ষে। ওমানকে হারানোর পরও বাংলাদেশ নেট রান রেটে আছে তিনে। ওমানের পয়েন্ট ২ আর নেট রান রেট +০.৬১৩। সমান ২ পয়েন্ট পাওয়া বাংলাদেশের রান রেট +০.৫০০, পাপুয়া নিউ গিনির -১.৮৬৭।

শেষ ম্যাচে ওমানের মুখোমুখি হবে স্কটল্যান্ড আর বাংলাদেশ খেলবে পাপুয়া নিউ গিনির সঙ্গে। মঙ্গলবার বাংলাদেশ হারলে সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে যেত স্কটল্যান্ড, ওমানের। তবে বাংলাদেশ জেতায় সমীকরণ মিলবে এখন শেষ দিনে।

যদি আজ বাংলাদেশ হারায় পাপুয়া নিউ গিনিকে আর স্কটল্যান্ড হারে ওমানের কাছে। তখন তিন দলের পয়েন্ট হবে সমান ৪। আর আইসিসির নিয়মই বলছে, পয়েন্ট সমান হলে রান রেটে এগিয়ে থাকা দল যাবে পরের রাউন্ডে। নেট রান রেটে এগিয়ে থাকায় স্কটল্যান্ডকে হারালেই সুপার টুয়েলভের টিকিট পাবে ওমান। সে ক্ষেত্রে পাপুয়া নিউ গিনিকে হারালে বাংলাদেশও হবে তাদের সঙ্গী। আর স্কটল্যান্ড যদি ওমানকে হারায় সে ক্ষেত্রে রান রেটে চোখ রাখার দরকার নেই।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence