ম্যানচেস্টারেই ফিরছেন রোনালদো

ম্যানচেস্টারেই ফিরছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো
ম্যানচেস্টারেই ফিরছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো  © ফাইল ফটো

আবারও ম্যানচেস্টারেই ফিরছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে  এমনটাই দাবি করেছেন পর্তুগালের সাংবাদিক গোনালো লোপেস। তবে এবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে নয় খেলবেন নগর প্রতিদ্বন্দ্বী ম্যান সিটির হয়ে।

লোপেস লিখেছেস, পর্তুগিজ তারকার সিটিতে যাওয়া চূড়ান্ত হয়েছে।

স্কাই স্পোর্টসের রিপোর্ট বলছে, রোনালদোকে দুই বছরের চুক্তি অফার করেছে ম্যান সিটি। যেখানে রোনালদো পাবেন বাৎসরিক ১৫ মিলিয়ন ইউরো। কারণ নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ভক্তরা রোনালদোর ম্যান সিটিতে যোগ দেয়াকে ভালোভাবে নাও নিতে পারে।

২০২২ সালের গ্রীষ্ম পর্যন্ত য়্যুভেন্টাসের সাথে চুক্তি থাকলেও গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিলো য়্যুভেন্টাস ছাড়তে চান রোনালদো। যদিও তার ব্যাপারে কোনো ক্লাব তেমন আগ্রহ দেখাচ্ছিল না। শেষ পর্যন্ত ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি রোনালদোর জন্য ২৫ মিলিয়ন ইউরোর অফার দেয় বলে জানা যায়। ম্যান সিটিতে যোগ দেবার ব্যাপারে নিজ আগ্রহের কথা জানানোর পর ট্রান্সফার উইন্ডো শেষ হবার পাঁচদিন আগে সিআরসেভেনের জন্য এই অফারটি দেয় পেপ গার্দিওলার ক্লাব।


সর্বশেষ সংবাদ