দলে দুই পরিবর্তন
জয়ের লক্ষ্যে শেষ ম্যাচে মাঠে নামল বাংলাদেশ
- টিডিসি স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ০৯ আগস্ট ২০২১, ০৬:০২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২১, ০৬:০২ PM
পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে জয়ের লক্ষ্যে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। শেষ ম্যাচটি জয়ে রাঙানোর সুযোগ স্বাগতিকদের সামনে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন। পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হয়েছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। আর শামীম হোসেনের জায়গায় এসেছেন মোসাদ্দেক হোসেন। তবে বাজে ফর্মের পরও জায়গা ধরে রেখেছেন সৌম্য সরকার।
সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানের পুঁজি নিয়েও ২৩ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২১ রানে গুটিয়ে দিয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় টাইগাররা। তৃতীয় ম্যাচে ১২৭ রান করেও দুর্দান্ত বোলিং করে ১০ রানের জয়ে প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। শনিবার চতুর্থ ম্যাচে ১০৪ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ হেরে যায় ৩ উইকেটে।
বাংলাদেশ দল: সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া দল: ম্যাথু ওয়েড, বেন ম্যাকডারমোট, মিসেল মার্শ, ময়েস হেনরিক্স, অ্যালেক্স কেরি, অ্যাস্টন টার্নার, ডেন ক্রিশ্টিয়ান, অ্যাস্টন অ্যাগার, মিচেল সোয়েপসন, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।