২৩ জুলাই ২০২১, ১৪:০৮
অলিম্পিকের শেষ ষোলোয় রোমান-দিয়া
টোকিও অলিম্পিকের প্রথম দিনেই বাংলাদেশের জন্য ভালো সুযোগ তৈরি হয়েছে। প্রথমে নারী আর্চার দিয়া সিদ্দিকী নিজের ক্যারিয়ারের সেরা স্কোর ৬৩৫ করে র্যাঙ্কিং রাউন্ডে হয়েছেন ৩৬ তম। এর ঘন্টা দুয়েক পর রোমান সানা নিজের নামের প্রতি সুবিচার করেছেন। ৬৬৭ স্কোর গড়ে ১৭ তম হয়েছেন। রোমান সানা তার ব্যক্তিগত সেরা স্কোরকে অতিক্রম করতে না পারলেও মৌসুমের সেরা স্কোর গড়েছেন। র্যাংকিং রাউন্ডে ১৭ তম হওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় অর্জন। রোমান অবশ্য প্রথমার্ধে শীর্ষ ৮ এ ছিলেন।
রোমান ও দিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ মিশ্র বিভাগে ১৬ তম পজিশন পেয়েছে। ১৬ তম অবস্থান পাওয়ায় মিশ্র বিভাগে শেষ ষোলোর লড়াই করবে বাংলাদেশ।