জার্মানিকে হারাল ব্রাজিল
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২২ জুলাই ২০২১, ০৮:৩৮ PM , আপডেট: ২২ জুলাই ২০২১, ০৮:৫৪ PM
অলিম্পিকের ফুটবল ইভেন্টের সোনার মুকুট ধরে রাখার মিশনে দারুণ শুরু পেয়েছে ব্রাজিল। প্রথমার্ধেই দারুণ এক হ্যাটট্রিক উপহার দিলেন রিশার্লিসন। ব্রাজিল ম্যাচ নিল মুঠোয়। দ্বিতীয়ার্ধে জার্মানি ঘুরে দাঁড়ালেও পেরে ওঠেনি।
ইয়োকোহামা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার ফুটবলের পুরুষ বিভাগের ‘ডি’ গ্রুপের ম্যাচে ৪-২ গোলে জিতেছে ব্রাজিল। জয়ী দলের অন্য গোলদাতা পাউলিনিয়ো।
২০১৬ সালে রিও দে জেনেইরো অলিম্পিকে ফুটবল ইভেন্ট যেখান থেকে শুরু করেছিল ব্রাজিল, টোকিওর আসর যেন সেখান থেকেই শুরু করল তারা। গতবার জার্মানিকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সোনা জিতেছিল ব্রাজিল। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।
পড়ুন: অস্ট্রেলিয়ার কাছে হারল আর্জেন্টিনা
নতুন মিশনে এবার সপ্তম মিনিটে রিশার্লিসনের শটে এগিয়ে যায় ব্রাজিল। পঞ্চদশ মিনিটে এভারটনের এই ফরোয়ার্ডের শট ব্লক করেন ডিফেন্ডাররা। তবে সাত মিনিট পর তিনিই ব্যবধান দ্বিগুণ করেন আরানা গুইলের্মের পাস থেকে।
৩০তম মিনিটে চুনহা মাথেউসের পাস থেকে হ্যাটট্রিক পূরণ করেন রিশার্লিসন। প্রথমার্ধের যোগ করা সময়ে মাথেউস পেনাল্টি থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হলেও ম্যাচের নিয়ন্ত্রণ ঠিকই মুঠোয় রেখে বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে দুই গোল করে ম্যাচ জমিয়ে তোলে জার্মানি। ৫৭তম মিনিটে নাদিয়েম আমিরি ব্যবধান কমানোর ছয় মিনিট পর ম্যাক্সিমিলিয়ান আরনল্ড লাল কার্ড পেলে শক্তি কমে জার্মানির। একজন কম নিয়ে ৮৩তম মিনিটে রাঙ্গনার আচের গোলে নাটকীয় শেষের আশা জাগায় তারা। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পাউলিনিয়ো লক্ষ্যভেদ করলে জয় নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের।