বিশ্বকাপে এবারও পাকিস্তান-ভারত লড়াই

প্রতি বিশ্বকাপের মতো এবারও আরেকটি ভারত-পাকিস্তান লড়াই নিশ্চিত হয়েছে
প্রতি বিশ্বকাপের মতো এবারও আরেকটি ভারত-পাকিস্তান লড়াই নিশ্চিত হয়েছে  © ফাইল ফটো

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে বাংলাদেশকে পাড়ি দিতে হবে বাছাইপর্বের বাধা। যেখানে আটটি দল খেলবে দুই গ্রুপে ভাগ হয়ে। আজ শুক্রবার আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে কে থাকছে বাংলাদেশের গ্রুপে।

ভারতের আয়োজনে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বৈশ্বিক আসর।

রাউন্ড-১ পর্বের ‘এ’  গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। ‘এ’ গ্রুপের ফেবারিট শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশ সহজ গ্রুপেই পড়েছে।

দুই গ্রুপের খেলা শেষে সেরা চার দল টিকিট পাবে সুপার টুয়েলভে খেলার। যেখানে এক নম্বর গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আর প্রতি বিশ্বকাপের মতো এবারও আরেকটি ভারত-পাকিস্তান লড়াই নিশ্চিত হয়েছে।

দুই নম্বর গ্রুপে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে আছে ভারত, পাকিস্তান। ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে ১৪ নভেম্বরে ফাইনাল দিয়ে পর্দা নামবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। তবে আইসিসি এখনো বাছাইপর্ব ও মূল পর্বের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেনি।

আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, আমরা বিশ্বকাপের কোন গ্রুপে কে আছে, এই ঘোষণা করতে পেরে খুশি। প্রতিটি গ্রুপে দারুণ কিছু প্রতিযোগিতা দেখা যাবে। আশা করি, বিশ্বকাপের এই প্রতিদ্বন্দ্বিতা আমাদের ভক্তদের মধ্যে উন্মাদনা জোগাবে। মহামারির মধ্যে এটিই হতে যাচ্ছে আমাদের প্রথম বৈশ্বিক টুর্নামেন্ট।


সর্বশেষ সংবাদ