করোনায় আক্রান্ত মুশফিকের মা-বাবা

মা-বাবার সঙ্গে মুশফিকুর রহিম
মা-বাবার সঙ্গে মুশফিকুর রহিম  © ফাইল ফটো

টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের বাবা-মা দুজনই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় বুধবার (১৪ জুলাই) হারারে থেকে ঢাকার বিমান ধরবেন মুশফিক।বিষয়টি নিশ্চিত করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন।

বাশার বলেন, মুশফিকের বাবা-মা করোনায় আক্রান্ত হয়েছেন শুনেছি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকায় আনা হচ্ছে। সেজন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরছে মুশফিক।

জানা গেছে, মুশফিকুর রহিমের নিজ শহর বগুড়াতেই থাকে তার মা-বা। সেখানেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন। অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকায় নিয়ে আসার প্রস্তুতি চলছে। মা-বাবার অসুস্থতা ভাবিয়ে তুলেছে মুশফিককে। আর সেজন্যই দেশে ফিরে এসেছেন তিনি।


সর্বশেষ সংবাদ