স্বাস্থ্যবিধি উপেক্ষা করে টিএসসিতে আর্জেন্টাইন সমর্থকদের উল্লাস
স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজতেই আর্জেন্টাইন সমর্থকরা বিজয় উল্লাসে মেতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি চত্বরে। করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় বৃহৎ পরিসরে আনন্দ উল্লাস করতে না করলেও প্রিয় দলের সমর্থনে মুহুর্মুহু উন্মাতাল স্লোগানে ফেটেছে টিএসসি।
রবিবার (১১ জুলাই) কোপা আমেরিকার ফাইনাল খেলা শেষে এ দৃশ্য দেখা যায়। করোনা প্রতিরোধে চলমান বিধিনিষেধের মধ্যেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে উল্লাসে মেতেছেন আর্জেন্টাইন সমর্থকরা। তাদের অনেককে মাস্ক পর্যন্ত পরতে দেখা যায়নি।
এর আগে রাত জেগে নিজ নিজ দলের জার্সি গায়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকরা টিএসসিতে জড়ো হতে থাকেন কোপা আমেরিকার ফাইনালের হাইভোল্টেজ লড়াই প্রত্যক্ষ করতে। আর্জেন্টিনার লিওনেল মেসি কিংবা ব্রাজিলের নেইমার যে-ই বল নিয়ে প্রতিপক্ষের গোলপোস্টের দিকে ছুটেছেন, তখনই সমর্থকদের স্লোগান আর চিৎকারে পুরো এলাকার দৃশ্যপট পাল্টে যায়। এর মাধ্যমে টিএসসি যেন অনেক দিন পর কিছুটা প্রাণ ফিরে পায়।