০৯ জুলাই ২০২১, ১৯:০৫

এক নজরে কোপা আমেরিকায় শিরোপা জয়

ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামতে যাচ্ছে কোপা আমেরিকার  © লোগো

আগামীকাল শনিবার (১০ জুলাই) (বাংলাদেশ সময় রবিবার ভোর ৬টায়) ব্রাজিলের আইকনিক মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল বনাম আর্জেন্টিনার মধ্যকার হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামতে যাচ্ছে করোনা মহামারিতে বিপর্যস্ত কোপা আমেরিকার।

ইতোমধ্যে অপরাজিত দল হিসেবেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। অপরদিকে বেশ দাপুটে প্রদর্শনী উপহার দিয়েই দক্ষিণ আমেরিকার প্রাচীনতম এই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল।

কোপা  আমেরিকায় সর্বোচ্চ ১৫ আসরে  ট্রফি ঘরে তুলেছে উরুগুয়ে। তাদের চেয়ে একটি ট্রফি কম জয় করেছে এার্জেন্টিনা। আগামীকাল যাদি তারা ব্রাজিলকে হারাতে পারে তাহলে ১৫টি ট্রফি নিয়ে উরুগুয়ের সঙ্গে সর্বাধিক ট্রফি জয়ীদের তালিকায় জায়গা করে নিবে আলবিসেলেস্তারা। ৯টি ট্রফি নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।  

১) উরুগুয়ে               ১৫টি
২) আর্জেন্টিনা           ১৪টি
৩) ব্রাজিল                  ৯টি
৪) প্যারাগুয়ে             ২টি
৫) চিলি                      ২টি
৬) পেরু                     ২টি
৭) কলম্বিয়া                ১টি
৮) বলিভিয়া                ১টি