২৬ মে ২০২১, ১৪:৫৮

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দুইয়ে মিরাজ, মোস্তাফিজও সেরা দশে

  © ফাইল ছবি

র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। বোলারদের ক্যাটাগরিতে ক্যারিয়ারের সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ের দুইয়ে উঠে এসেছেন তিনি। আজ বুধবারে ওয়ানডে র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে সেরা দশে জায়গা পেয়েছেন পেস বোলার মোস্তাফিজুর রহমানও।

মেহেদী হাসান মিরাজ এই তালিকার ২ নম্বরে। তিনি আগে ছিলেন ৫ নম্বরে। এর মধ্য দিয়ে তৃতীয় বাংলাদেশি কোনও বোলার ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দুইয়ের মাঝে থাকার কৃতিত্ব দেখালেন।

লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচে ৭ উইকেট নিয়ে তিন ধাপ এগিয়েছেন বাংলাদেশের এই অফস্পিনার। দ্বিতীয় স্থানে থাকা মিরাজের রেটিং পয়েন্ট ৭২৫। শীর্ষে থাকা নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্টের রেটিং ৭৩৭ পয়েন্ট। 

বোলারদের তালিকাতে শীর্ষ দুইয়ে এর আগে দুই বাংলাদেশি ক্রিকেটার উঠেছিলেন। ২০০৯ সালে প্রথমবার সাকিব আল হাসান বোলারদের তালিকার শীর্ষ আসনটি দখলে নিয়েছিলেন। ২০১০ সালে বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকও উঠেছিলেন বোলরাদের তালিকায় শীর্ষ দুই নম্বরে।

এক সময় সেরা পাঁচে থাকা পেস বোলার মোস্তাফিজুর রহমান মাঝখানে সেরা দশেও ছিলেন না। তিনি উঠে এসেছেন সেরা নয়ে। মোস্তাফিজ আট ধাপ এগিয়ে নয়ে এসেছেন। ২০১৮ সালে বাঁহাতি এ পেসার পঞ্চম স্থানে ছিলেন। লঙ্কানদের বিপক্ষে ২ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। তার রেটিং পয়েন্ট ৬৫২।

এদিকে দুই ম্যাচে ৮৪ ও ১২৫ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া মুশফিকও ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে উঠেছেন। ৭৩৯ রেটিং পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে অবস্থান মুশফিকের। মাহমুদউল্লাহ ৫৪ ও ৪১ রানের দুটি ইনিংস খেলে ৩৮তম স্থানে উঠে এসেছেন।