২৫ মে ২০২১, ২২:০৫

লঙ্কানদের বিপক্ষে প্রথম সিরিজ জয় টাইগারদের

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা  © সংগৃহীত

শ্রীলংকার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। মুশফিকুর রহিমের সেঞ্চুরি আর সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের বোলিং নৈপুণ্যে এই ইতিহাস গড়া সম্ভব হয়েছে। তিন ম্যাচ সিরিজে টানা দুই ম্যাচ জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করল তামিমরা। 

আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৩ রানে তামিম ইকবাল ও শূন্য রানে সাকিব আল হাসানের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া বাংলাদেশ ৭৪ রানে হারায় ৪ উইকেট। পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন মুশফিকু।

এরপর মাত্র ২৩ রানের ব্যবধানে ফের ৩ উইকেট হারায় বাংলাদেশ। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে একমাত্র ব্যতিক্রম ছিলেন জাতীয় দলের উইকেটপিকার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ৪৮ ওভারে ২৪৬ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। ১২৭ বলে ১০টি চার মেরে ১২৫ রান তোলেন মুশফিক। আর ৪১ রান করেন মাহমুদউল্লাহ। লিটন দাস করেন ২৫ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে সাকিব ও মেহেদীর স্পিনে বিভ্রান্ত হয়ে ১৪১ রানে ইনিংস গুটিয়ে যায় শ্রীলংকার।  তাদের সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার ধানুশকা গুনাথিলাকা। পাথুম নিশাঙ্কা করেন ২০ রান। বাংলাদেশ দলের হয়ে মিরাজ নেন ৩ উইকেট। আর দুটি করে উইকেট তুলে নেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।