শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের প্রথম সিরিজ জয়ের হাতছানি
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে তামিমরা। দ্বিতীয় ওয়ানডেতে জিততে পারলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হবে স্বাগতিকদের।
আজ মঙ্গলবার (২৫ মে) দুপুর ১টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দু’দল। গাজী টিভি ও টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
তবে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ম্যাচটিতে বাগড়া দিতে পারে বৃষ্টি! বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ম্যাচ চলার সময় গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝরতে পারে। যদিও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজধানীতে বৃষ্টি খুব একটা তীব্র হবে না। তার পরও বৃষ্টি হলে ম্যাচটি পরিত্যক্ত কিংবা কার্টেল ওভারে গড়াতে পারে। সেটি হলেও ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ স্বাগতিকদের সামনে।
সিরিজের প্রথম ওয়ানডেতে সহজেই জিতেছে বাংলাদেশ। ৬ উইকেটে ২৫৭ রানের পুঁজি নিয়ে শ্রীলঙ্কাকে ২২৪ রানেই অলআউট করে দেয় টাইগাররা, পায় ৩৩ রানের জয়। আজকের ম্যাচেও পরিষ্কার ফেবারিট ঘরের মাঠের বাংলাদেশই।
বাংলাদেশ এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ৮টি সিরিজ খেলেছে। যার মধ্যে ৬টিতেই হেরেছে তামিম-সাকিবরা। বাকি দুটি সিরিজ বৃষ্টির কারণে ড্র হয়েছে। সেই সিরিজ দুটিতে শ্রীলঙ্কার মাটিতে ২০১৩ সালে ও ২০১৭ সালে বাংলাদেশ ও শ্রীলঙ্কা একটি করে ম্যাচ জিতেছিল।
আর ৫ বার সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ (৩-০ তে) করেছে লঙ্কানরা। এছাড়া একটি মাত্র সিরিজে বাংলাদেশ লড়াই করে শেষ পর্যন্ত ২-১ এ হার মানে। সেটা ২০০৬ সালে দেশের মাটিতে।
এবার সুযোগ সিরিজ জিততে না পারার দীর্ঘদিনের সেই আক্ষেপ ঘুচানোর। প্রথম ম্যাচে সহজ জয়ের পর আত্মবিশ্বাসে টগবগ করছে তামিম ইকবালের দল। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজের ট্রফি নিশ্চিত করাই শুধু নয়, আরও একটি বড় অর্জন যুক্ত হবে টাইগারদের খাতায়।
সর্বশেষ ২০১৯ সালের বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরে গিয়েছিল বাংলাদেশ দল। মাশরাফির অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম। ওই সফরে তারা হোয়াইটওয়াশ হয়েছিল ৩-০ ব্যবধানে। দুই বছরের ব্যবধানে তামিম দলের নিয়মিত অধিনায়ক। এবার ঘরের মাঠে হয়তো পুরনো হারের বদলা নেবে বাংলাদেশ।