৭ বছর পর লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ
প্রতিপক্ষের মাঠে শনিবার শেষ রাউন্ডে ২-১ গোলে জিতে সাত বছর পর লিগে চ্যাম্পিয়ন হলো অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রতিযোগিতার ইতিহাসে এটা তাদের একাদশ শিরোপা।
আগের রাউন্ড পর্যন্ত শিরোপা লড়াইয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ সঙ্গে ছিল রিয়াল ও বার্সেলোনা। গত রবিবার সেল্তা ভিগোর বিপক্ষে হারা রোনাল্ড কুমানের দলের সম্ভাবনা ওখানেই শেষ হয়ে যায়। শেষ রাউন্ডে শিরোপা লড়াইটা দাঁড়ায় মাদ্রিদের দুই দলের মধ্যে।
শিরোপা-ভাগ্য অবশ্য বরাবরই ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ হাতে। শেষ রাউন্ডেও ২ পয়েন্টে এগিয়ে থেকে খেলতে নামে তারা। মুখোমুখি লড়াইয়ে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে পিছিয়ে থাকায় ছোট্ট ভুলে সব হারানো শঙ্কাও ছিল তাদের। স্নায়ুচাপ ধরে রেখে দারুণ জয়েই মুকুট মাথায় তুলেছে দলটি।
এর আগে ২০১৩-১৪ মৌসুমে সবশেষ লিগ শিরোপা জিতেছিল সিমেওনের দল। সেবারও শেষ রাউন্ডে বার্সেলোনার মাঠে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ১-১ ড্র করে শিরোপা নিশ্চিত করেছিল তারা।
মৌসুমের শুরুটা অসাধারণ করেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। গত ৩১ জানুয়ারি লিগের মাঝপথ পর্যন্ত ১৯ ম্যাচে ১৬টি জিতে ১০ পয়েন্টে এগিয়ে শীর্ষে ছিল তারা। নগর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে একটি ম্যাচ কমও খেলেছিল সিমেওনের দল।
দুই শিরোপাপ্রত্যাশী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ধারাবাহিকতার অভাব এবং নিজেদের দারুণ ছুটে চলায় অ্যাটলেটিকো মাদ্রিদ আগেভাগে শিরোপা জয়ের সম্ভাবনা জেগেছিল। কিন্তু এরপর নাটকীয় রূপ নেয় লা লিগা; পথ হারায় অ্যাটলেটিকো মাদ্রিদ, ঘুরে দাঁড়ায় জিনেদিন জিদান ও রোনাল্ড কুমানের দল।