কোয়ারেন্টিন থেকে মুক্তি পেলেন সাকিব-মোস্তাফিজ

অনুশীলনে সাকিব-মোস্তাফিজ
অনুশীলনে সাকিব-মোস্তাফিজ  © সংগৃহিত

অবশেষে কোয়ারেন্টিন থেকে মুক্তি পেলেন আইপিএল খেলে আসা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে মঙ্গলবার জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন এই দুই ক্রিকেটার।

৬ মে বিশেষ বিমানে ভারত থেকে দেশে ফিরে আসেন সাকিব-মোস্তাফিজ। ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় বিমানবন্দর থেকে সরাসরি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হয় দুজনকে। ১৪ দিন হোটেলে কোয়ারেন্টিনে থাকার কথা ছিল সাকিব-মোস্তাফিজের।

সে ক্ষেত্রে দুজনের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ২০ মে। কিন্তু বিসিবির আবেদনে দুই দিন আগে আজ মঙ্গলবার ১২ দিনের মাথায় মুক্তি মিলেছে এই দুই ক্রিকেটারের।

বিসিবির এক সূত্র এ ব্যাপারে জানায়, তাঁদের দুজনের কোয়ারেন্টিন মেয়াদ শেষ হয়েছে। বিশেষ ছাড়ের কারণে আগে মুক্ত হয়েছেন তাঁরা।

দুই দিন আগে ছাড়া পাওয়ায় শ্রীলঙ্কা সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করার বাড়তি সময় পাচ্ছেন সাকিবরা। সিরিজের সূচি অনুযায়ী ২৩ মে হবে শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে। এর আগে আজ থেকে দলীয় অনুশীলন শুরুর পর ২১ মে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।


সর্বশেষ সংবাদ