দ্বিতীয় টেস্টেও করোনা নেগেটিভ সাকিব, থাকতে হবে কোয়ারেন্টিনে

সাকিব আল হাসান
সাকিব আল হাসান  © সংগৃহিত

ভারতে আইপিএল খেলতে গিয়ে দেশে ফেরার পর দ্বিতীয় টেস্টেও করোনা নেগেটিভ হয়েছেন বাংলাদেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

রোববার দ্বিতীয় টেস্টের ফল নেগেটিভ এসেছে। এর আগে শনিবার প্রথম টেস্টের ফলও নেগেটিভ আসে। তখন দ্বিতীয় টেস্টের জন্য তার নমুনা নেওয়া হয়। বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুুন স্ত্রীসহ সোনারগাঁয়ে মুস্তাফিজ, শেরাটনে সাকিব

তবে করোনা টেস্টের ফল নেগেটিভ আসলে এখনই কোয়ারেন্টিন-মুক্ত হতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার। বর্তমানে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে কোয়ারেন্টিনে আছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা সাকিব।

বিসিবি সূত্রে জানা গেছে, টানা কয়েকটি পরীক্ষা করা হবে সাকিব-মুস্তাফিজের। এর পরই তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো পড়ুন ভারত ফেরত সাকিব-মুস্তাফিজের ১৪ দিনের কোয়ারেন্টিন লাগবেই

ভারতে করোনার প্রকোপ ভয়াবহ আকার ধারণ করায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। বিদেশি ক্রিকেটারদের ফেরার ব্যবস্থা করে দেয় আইপিএল কর্তৃপক্ষ। ফলে গত বৃহস্পতিবার ঢাকায় ফেরেন সাকিব ও মুস্তাফিজ। ভারতের আহমেদাবাদ থেকে এক সঙ্গে দেশে ফিরেছেন সাকিব-মুস্তাফিজ। দুজনের দল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস মিলে বিশেষ বিমানের খরচ বহন করেছে বলে জানা গেছে।

বাংলাদেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন পাওয়া গেছে। তাই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ভারত থেকে ফেরায় তাঁদের ব্যাপারে বাড়তি সতর্ক বিসিবি। যে কারণে আইপিএল খেলে ফেরা এই দুই ক্রিকেটারকে ১৪দিন কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।

আরো পড়ুন আইপিএল ছাড়ছেন সাকিব-মুস্তাফিজ, কলকাতা-রাজস্থানে অস্বস্তি


সর্বশেষ সংবাদ