সাকিবের সমালোচনায় আসিফ নজরুল

সাকিব আল হাসান ও অধ্যাপক আসিফ নজরুল
সাকিব আল হাসান ও অধ্যাপক আসিফ নজরুল  © ফাইল ফটো

নানা ধরনের আলোচনা-সমালোচনার মধ্যেই আইপিএলের ১৪তম আসরে অংশ নিতে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ শনিবার (২৭ মার্চ) সকালে অনেকটা নীরবেই কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সাকিব।

এদিকে সাকিবকে নিয়ে সাম্প্রতিক বিভিন্ন ধরনের আলোচনার মধ্যেই তার কড়া সমালোচনা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। তিনি ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘সাকিব আল হাসান ক্রিকেটার হিসেবে যতো বড় হয়েছে, মানুষ হিসেবে ততোই নীচে নেমেছে।’

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাকিবের প্রথম ম্যাচ আগামী ১১ এপ্রিল। ওই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে মোকাবিলা করবে তার দল। এই আইপিএল খেলতে সাকিব শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নেন সাকিব। সে সময় সাকিব টেস্ট খেলতে চান না বলে খবর বের হয়। এ নিয়ে পরে জল ঘোলা হয়েছে অনেক।

আইপিএলের নিলামে এবার তিন কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন কোটি ৭৪ লাখ টাকা।


সর্বশেষ সংবাদ