৪১ রান তুলতেই ওয়েস্ট ইন্ডিজের নেই ৫ উইকেট

  © সংগৃহীত

সিরিজ নিশ্চিতের লড়াইয়ে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে বাংলাদেশ দল। অন্যদিকে এক পরিবর্তন এসেছে ওয়েস্ট ইন্ডিজ দলে। প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতেছিল টাইগাররা। দ্বিতীয় ম্যাচে মিরপুরে টস জিতে বাংলাদেশকে আগে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায় ক্যারিবিয়ান অধিনায়ক জেসন মোহাম্মদ। উইন্ডিজের হয়ে উদ্বোধনী জুটিতে ব্যাট করতে আসেন কিরন ওটলে এবং সুনীল অ্যাম্ব্রিস।

এই রিপোর্ট লেখা অবধি উইন্ডিজের সংগ্রহ ১৮ ওভারে ৫ উইকেটে ৪১ রান। শুরুতেই ওপেনার সুনীল আমব্রিসকে (৬) মিরাজের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান মোস্তাফিজ মোস্তাফিজুর রহমান। নিজের তৃতীয় ওভার করতে এসে শেষ বলে ক্যারিবিয়ান শিবিরে আঘাত হানেন তিনি।  

মোস্তাফিজুর রহমান পর ওয়েস্ট ইন্ডিজ শিবিরে জোড়া আঘাত হেনেছেন মেহেদী হাসান মিরাজ। সেট ব্যাটসম্যান ওপেনার কিয়র্ন ওটলেকে (২৪) অধিনায়ক তামিম ইকবালের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন তিনি।

এরপর মেহেদী সরাসরি বোল্ড করেন উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (৫)। আর নিজের প্রথম ওভার করতে এসেই শেষ বলে আন্দ্রে ম্যাকার্টিকে (৩) বোল্ড করেন সাকিব আল হাসান। পরের ওভারে দুর্দান্ত এক রান আউটে সাজঘরে ফেরেন কাইল মায়ার্স।


সর্বশেষ সংবাদ