মুস্তাক আলির দলে খেলবেন সচিন টেন্ডুলকারের ছেলে অর্জুন

অর্জুন টেন্ডুলকার ও সচিন টেন্ডুলকার
অর্জুন টেন্ডুলকার ও সচিন টেন্ডুলকার  © ইন্টারনেট

অবশেষে সিনিয়র ক্রিকেটে হাতেখড়ি হতে চলেছে সচিন টেন্ডুলকারের পুত্র অর্জুন টেন্ডুলকারের। আসন্ন সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য মুম্বইয়ের টি-২০ স্কোয়াডে জায়গা পেলেন জুনিয়র টেন্ডুলকারের। প্রাথমিকভাবে মুস্তাক আলির জন্য ঘোষিত মুম্বই দলে জায়গা হয়নি সচিন পুত্রের। বিসিসিআই ২০ জনের স্কোয়াড নির্বাচনের অনুমতি দেওয়ায় জুনিয়র টেন্ডুলকারকে বাইরে রাখতে হয় মুম্বই নির্বাচকদের।

তবে পরে বাড়তি দু’জন করে ক্রিকেটার স্কোয়াডে যোগ করার অনুমতি দেওয়া হয় বোর্ডের পক্ষ থেকে। সেই সুযোগেই মুম্বইয়ের সিনিয়র দলে প্রথমবার নাম লিখিয়ে ফেলেন অর্জুন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ২১ বছর বয়সী অর্জুন ছাড়াও স্কোয়াডে ঢুকেছেন পেসার ক্রুতিক হানাগাবদি। দুই ক্রিকেটারের মুস্তাক আলির দলে ঢোকর কথা জানিয়েছেন মুম্বইয়ের নির্বাচক প্রধান সলিল আঙ্কোলা।

মুম্বই মুস্তাক আলির এলিট গ্রুপ-ই’তে রয়েছে। তারা গ্রুপ ম্যাচগুলো খেলবে ঘরের মাঠে। ই-গ্রুপের ম্যাচগুলি খেলা হবে মুম্বাইয়ে। গ্রুপে সূর্যকুমারদের লড়াই হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, কেরল ও পুদুচেরির বিরুদ্ধে। টুর্নামেন্টের নকআউট ম্যাচগুলি খেলা হবে আহমেদাবাদে।


সর্বশেষ সংবাদ