বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

সৌরভ গাঙ্গুলি
সৌরভ গাঙ্গুলি  © ফাইল ফটো

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (সৌরভ গাঙ্গুলি)।

শনিবার (২ জানুয়ারি)  সকালে জিম করতে গিয়ে প্রথমে পিঠে ব্যথা অনুভব করেন। পরিবার সূত্রে জানা গেছে, এরপর মাথা ঘুরে পড়ে যান তিনি। তার আগে বুকে ব্যথা হচ্ছিল বলে জানান। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সৌরভ গাঙ্গুলির ভাই স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ওর হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। তবে সৌরভ স্থিতিশীল। হাসপাতালে আছেন স্ত্রী ডোনাও।

জানা গেছে, সৌরভ গাঙ্গুলির অ্যানজিয়োগ্রাম করা হয়েছে। প্রয়োজনে অ্যানজিওপ্লাস্টি হতে পারে। হাসপাতাল সূত্রে জানা গেছে, এমনিতে সৌরভের শারীরিক অবস্থা নিয়ে আপাতত উদ্বেগের কিছু না থাকলেও ভবিষ্যতে যাতে এরকম না হয়, সেটাই দেখছেন চিকিৎসকরা। 

কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সৌরভের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এক টুইটে লেখেন, জেনে খারাপ লাগছে মৃদু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ। ওর দ্রুত আরোগ্য কামনা করছি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


সর্বশেষ সংবাদ