২৩ ডিসেম্বর ২০২০, ১০:২৭

নিজে গোল করে আর করিয়ে পেলের রেকর্ড ভাঙলেন মেসি

এক ক্লাবের হয়ে পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে দিয়েছেন মেসি  © ইন্টারনেট

দুর্দান্ত পারফরম্যান্স করে বার্সেলোনাকে বড় জয় এনে দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এর মাধ্যমে পেলের রেকর্ড ভেঙে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের মালিক হলেন তিনি। স্প্যানিশ লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে তার গোলে  ৩-০ গোলে জয় পেয়েছে বার্সা।

এর আগে ক্লেমোঁ লংলে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েট। প্রথমার্ধের আধিপত্য বিস্তার করা বার্সেলোনা গোলের উদ্দেশে ২১টি শট নেয়, এর ১০টি ছিল লক্ষ্যে। তবে সুযোগ নষ্ট না হলে ব্যবধান আরও বাড়তে পারতো।

ব্রাজিলের কিংবদন্তি পেলে সান্তোসের হয়ে ১৯ মৌসুমে ৬৪৩টি গোল করেছিলেন। ১৯৫৬ থেকে ১৯৭৪ পর্যন্ত গোলগুলো করেন তিনি। আর বার্সায় মেসি প্রথম গোল করেন ২০০৫ সালে। ম্যাচে তৃতীয় গোলটি করে অন্য দুটি গোলেও অবদান রাখেন মেসি।

১৪ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে লা লিগায় পঞ্চম স্থানে রয়েছে বার্সেলোনা। দিনের আরেক ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলে জিতেছে অ্যাথলেটিকো মাদ্রিদ ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে সোসিয়েদাদ। চার নম্বরে অবস্থান ভিয়ারিয়ালের পয়েন্টও ২৬।