১৯ ডিসেম্বর ২০২০, ১১:৪৯

অস্ট্রেলিয়ার বোলারদের তোপে ৩৬ রানে অলআউট ভারত

ভারতীয় ব্যাটসম্যানদের উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উল্লাস  © ইন্টারনেট

২১.২ ওভারে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ৩৬ রান। তখনই হাতে চোট পেয়ে মাঠ ছাড়লেন শামি। শেষ হয়ে গেল ভারতের দ্বিতীয় ইনিংস। ফলে প্রথম টেস্টে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার মাত্র ৯০ রান। স্বাগতিকদের বোলারদের তোপের মুখে ধসে গেল ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইন আপ।

অস্ট্রেলিয়ার হয়ে ৫ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। প্যাট কামিন্স নিয়েছেন ৪ উইকেট। আর ভারতের হয়ে সর্বোচ্চ ৯ রান করেছেন ময়াঙ্ক আগারওয়াল। তিনজন ফিরেছেন শূন্য রানে। অধিনায়ক বিরাট কোহলি করেছেন ৪ রান। টেস্টে এটি ভারতের সর্বনিম্ন ইনিংসের রেকর্ড।

ইনিংসে পর পর ২ বলে উইকেট নিয়ে হ্যাজেলউড ২০০তম টেস্ট উইকেট পূরণ করেছেন। ভারতীয় অধিনায়কের উইকেট তুলে নেন কামিন্স। সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে ফিরে যান কোনও রান না করেই।

অ্যাডিলেড টেস্টে দ্বিতীয় দিনের শেষে কিছুটা ভাল জায়গায় ছিল ভারত। সিরিজের প্রথম ম্যাচেই জয় তুলে নেয়ার ইচ্ছা ছিল বিরাট বাহিনীর। সে জন্য দরকার ছিল বড় লিডের। এখন উল্টো পরাজয় দেখছে ভারত।

শুক্রবার ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২৪৪ রানে। তার জবাব দিতে নামলে ১৯১ রানে স্টিভ স্মিথদের থামিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিনরা। ৪ উইকেট নিয়েছিলেন অশ্বিন। ফলে ৫৩ রানে লিড পায় ভারত।