মাহমুদউল্লাহ-সাকিবের দলে মাশরাফি
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তারকাবহুল দলের খ্যাতি পেয়েছে জেমকন খুলনা। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েসদের মতো তারকা রয়েছে এই দলে। এবার আরও এক মহাতারকা যোগ হলেন এই দলে। তিনি মাশরাফি বিন মুর্তজা। আজ রবিবার লটারিতে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে পেয়েছে জেমকন খুলনা।
মাশরাফিকে পাওয়ার লড়াইয়ে খুলনার সঙ্গে ছিল ফরচুন বরিশাল, মিনিস্টার গ্রুপ রাজশাহী ও বেক্সিমকো ঢাকা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এদিন লটারিতে বিসিবি পরিচালক ও টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির সদস্য জালাল ইউনুসের তোলা টোকেনে ছিল খুলনার নাম।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টিকে সামনে রেখে তিনি দুই মাস আগেই মাঠে ফিরেছিলেন। কিন্তু ফিটনেসের কাজ করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান। এরপর নিজ পুত্র ও কন্যার করোনাভাইরাস ধরা পড়ায় তাকেও গৃহবন্দী থাকতে হয়। গত কয়েকদিন আগে তাকে আবারও অনুশীলনে দেখা যায়।
এই টুর্নামেন্টের জন্য জৈব-সুরক্ষা বলয়ে ঢোকার আগে অবশ্য কোভিড পরীক্ষায় নেগেটিভ হতে হবে মাশরাফিকে। রোববার সকালেই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তিন সপ্তাহের বেশি করোনাভাইরাসে ভুগে জুলাইয়ের মাঝামাঝি সেরে ওঠেন বাংলাদেশর সফলতম ওয়ানডে অধিনায়ক।