১২ নভেম্বর ২০২০, ২১:২১

কলকাতা আমার কাছে ঘরের মতো: সাকিব

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সাকিব

কলকাতায় একটি পূজা মণ্ডপে কালীপূজা উদ্বোধন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) উত্তর কলকাতার কাঁকুড়গাছি ‘আমরা সবাই সার্বজনীন শ্যামাপূজা’ আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

অনুষ্ঠান উদ্বোধনের আগে সাকিব বলেন, ‘‘কলকাতা আমার কাছে ঘরের মতো। তাই কলকাতার ডাক ফেরাতে পারি না। আমি ও আমরা চাই চিরকাল ভারত-বাংলাদেশ সম্পর্ক অটুট থাক এবং আরো উন্নত হোক।’’

কালীপূজার আয়োজক পরেশ পাল জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে কলকাতায় এসেছেন সাকিব। সন্ধ্যায় পূজা উদ্বোধন করেন তিনি। এই করোনাকালে কোনো প্রকার ঝামেলা ছাড়াই ভারতীয় দূতাবাস বিশ্বসেরা অলরাউন্ডারকে ভিসা দিয়েছে বলেও জানান তিনি।

সাকিবের সান্নিধ্যে পেতে কলকাতার দূরদূরান্ত থেকে জড়ো হয়েছিলেন পরেশ পালের এই পূজামণ্ডপে। হাজারো মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে উঠেছিল সাকিবকে চোখের সামনে পেয়ে। উৎসুক জনতার মধ্যে একটাই গুঞ্জন শোনা গেল, ‘কোন দেশি বড় কথা নয়, একজন বিশ্বসেরা বাঙালি অলরাউন্ডার।’